1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধারনবাজারে ফুটবল প্রতিযোগীতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

ধারনবাজারে ফুটবল প্রতিযোগীতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৬৪৮ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক, সুনামগঞ্জ: ধারনবাজার “জয়েন্ট ক্লাবে”র উদ্যোগে ৮ম ফুটবল প্রতিযোগীতার চূড়ান্ত খেলা  শুক্রবার বিকেলে ছাতকের ধারনবাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় বিশ্বনাথের “লামাকাজি রাইডার ক্লাব” ও ছাতকের “রাজারগাঁও সুপারষ্টার ক্লাব”। উত্তেজনাপূর্ণ খেলার নির্ধারিত সময়ে ২-১ গোলে রাইডার ক্লাব বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল ছাতক উপজেলাকে ক্রিড়াঙ্গনে জাগ্রত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ছাতকের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরবোজ্জল ইতিহাস ফিরিয়ে আনতে হবে। এ জন্য সকল ক্রিড়ামোদি মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সাবেক মেম্বার আসকর আলীর সভাপতিত্বে ও কৃপেশ চন্দের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর রশীদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এসএম সুজন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদ। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাওসার আহমদ।
সভাশেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT