মুক্তকথা সংবাদকক্ষ॥ নিকাহ রেজিষ্ট্রার হিসেবে নারীদের নিয়োগ নিয়ে আপিল বিভাগের ফুলকোর্ট গঠন করে হাইকোর্টের সংবিধানবিরোধী রায় পর্যালোচনা করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিণ আকতার। গতকাল এক যৌথ বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ বলেন যে মুসলিম নিকাহ রেজিস্ট্রার হিসেবে নারীদের নিয়োগের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
গতকাল ১২ জানুয়ারি, মঙ্গলবার, দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাসদ নেতৃদ্বয় এই আহ্বান জানান। নারীদের মুসলিম নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায়ে বিস্ময় প্রকাশ করে ইনু ও শিরীন বলেন,‘হাইকোর্টের রায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্র লৈঙ্গিক কারণে পুরুষ ও নারীর মধ্যে কোনও বৈষম্য করতে পারে না।’ সূত্র:বাংলা ট্রিবিউন
|