1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রথম ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ (!) - মুক্তকথা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

প্রথম ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ (!)

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

দীর্ঘ সময় ধরে দেশজুড়ে এক কঠিন গাড়ি চালানোর অনুশীলন।

দেশের প্রথম ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভে নতুন ইতিহাস গড়ছে বিওয়াইডি সিলায়ন ৬


নিউ এনার্জি ভেহিকল(এনইভি) উৎপাদক বিওয়াইডি গত ৪ সেপ্টেম্বর ‘ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ’ নিয়ে নতুন এক অভিযানে নেমেছে। এ উদ্যোগের মূল লক্ষ্য সড়কে বিওয়াইডি সিলায়ন ৬ এর সক্ষমতা যাচাই করা। অত্যাধুনিক এই প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি(পিএইচইভি) ১১০০ কিলোমিটারের সম্ভাব্য রেঞ্জ নিয়ে বাজারে আসে। এ ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো সিলায়ন ৬ এর সীমানাকে অতিক্রম করে যাওয়া এবং বাস্তবে এটি প্রত্যাশার চেয়েও বেশি পারফরম্যান্স দিতে সক্ষম, তা জানানো।

মোট পাঁচ দিনের এ যাত্রায় বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের বিভিন্ন ধরনের সড়কজুড়ে ১,৮৬৬.৪ কিলোমিটারের সুবিশাল পথ পাড়ি দিবে। এই চ্যালেঞ্জ সিলায়ন ৬ এর সামর্থ্য ও সক্ষমতা প্রমাণ করবে; দেখাবে কীভাবে সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রেখেও সুদীর্ঘ পথ পাড়ি দেয়া যায়।

বেশ কয়েকদিন জুড়ে চলা এই যাত্রার প্রথম ধাপ শুরু ০৪ সেপ্টেম্বর, ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (৪৬৪.৭ কিলোমিটার) পর্যন্ত, এরপর আবার তেতুলিয়া থেকে ঢাকা। এরপর এই যাত্রা ৩৯৬ কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজার যাবে, পরদিন যাবে টেকনাফ ও চট্টগ্রাম। এরপর আবার ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে এই চ্যালেঞ্জটি।

এ ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির অসাধারণ সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে বিওয়াইডি বাংলাদেশের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ; যা অটোমোটিভ খাতে ব্র্যান্ডটির নেতৃত্বকে আরও দৃঢ় করে। কীভাবে বিওয়াইডি সিলায়ন ৬ এর মতো নিউ এনার্জি ভেহিকল নানারকম পরিবেশ-পরিস্থিতিতে শহুরে ও দীর্ঘ দুরত্বের যাত্রায় নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প হয়ে উঠতে পারে, তা এই ক্যাম্পেইন থেকে আরও ভালোভাবে বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT