1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফরাসী কর্তৃপক্ষ রিয়ানএয়ারের একটি বিমান আটক করেছে - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

ফরাসী কর্তৃপক্ষ রিয়ানএয়ারের একটি বিমান আটক করেছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ১৯৬ পড়া হয়েছে

ছবি- রয়টার্স

“রিয়ানএয়ার” কোম্পানীর একটি উড়োজাহাজ ফরাসী কর্তৃপক্ষ আটক করেছে। উপযুক্ত অর্থ পরিশোধ না করায় উড়োজাহাজটিকে আটক করা হয়েছে বলে সর্বশেষ জানা গেছে। গত বৃহস্পতিবার ১৪৯জন যাত্রী নিয়ে বৃটেনের “স্টেনষ্টেড” বিমান বন্দরে আসার কথা ছিল বিমানটির। কিন্তু ফরাসী ‘এভিয়েশন’ কর্তৃপক্ষ “রিয়ানএয়ার”এর ৭৩৭ বোয়িং টিকে বরডক্স বিমানবন্দরে আটকে দেয়। ফরাসী কর্তৃপক্ষের ভাষায়, প্রাপ্য অর্থ আদায়ের জন্য এ ছিল সর্বশেষ উপায়।
এ বিরুধের কারণ ফরাসী ভর্তুকী। ফরাসী কর্তৃপক্ষ ২০০৮ এবং ২০০৯ এর মধ্যে “রিয়ানএয়ার”কে এঙ্গোলিম আঞ্চলিক বিমানবন্দরের মধ্যে উড়োজাহাজ চলাচলের জন্য উড্ডয়ন ভর্তুকী দিয়ে আসছে। কিন্তু পরবর্তীতে ইউরোপীয়ান কমিশন বিষয়টিকে বেআইনী ধরে নিলে এ দুঃখজনক অবস্থার সৃষ্টি হয়। 
এ নিয়ে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ কত হবে, ফরাসী কর্তৃপক্ষ না বললেও একজন আঞ্চলিক বিমানবন্দর কর্মকর্তা বলেছেন যে, টাকার পরিমান ইংলিশ পাউণ্ডে ৪৫৭,০০০ হবে। কর্তৃপক্ষ বলেছে, অর্থ পরিশোধ না হলে বিমানটিকে এভাবেই দাড়িয়ে থাকতে হবে। 
সমগ্র ইউরোপ জুড়ে কেবিন ক্রু ও পাইলটদের ধর্মঘটের কারণে “রিয়ানএয়ার” এ বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। সংবাদ সূত্র: বিবিসি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT