মুক্তকথা সংবাদকক্ষ।। ইউটিউবের “ওয়াইল্ডারনেস লাইফ” উপরের এ ছবিটির ভিডিও প্রকাশ করেছে চলতি বছরের গত ১লা নভেম্বর। ভিডিও-তে ছবির তেমন কোন বিবরণ দেয়া হয়নি। মাছটির নাম বলা হয়েছে বিশালাকৃতির “মেক্রগনাথুস” মাছ। এ মাছ দিয়ে ‘সুপ’ তৈরী করে খাওয়া হয়। এ নমুনার দৈত্যাকৃতির মাছ সাধারণতঃ আমাজন বনে কিংবা বড় ও দীর্ঘ পাহাড়ী নদীতে পাওয়া যায়। মাছটি দেখতে অনেকটা আমাদের ‘বাইম’ মাছের মত। ছবির এ মাছটি লম্বায় অনুমান একজন মানুষের মত অর্থাৎ কমপক্ষে ৪ থেকে ৫ফুটের মত। গোল-গাল পাশ কমপক্ষে ফুট সোয়াফুট হবে। মাছের বিশালাকৃতির জন্য ছবিটি এখানে পত্রস্ত করা গেল।