মকিস মনসুর।। মাল্টিমিডিয়া, মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে ১৯৮১ সালের জুলাই মাসে কার্ডিফে প্রথম যে সংগঠনটির জন্ম হয়েছিলো সেই সংগঠনটির প্রথম নাম ছিলো দি প্যারেইড রোথ বাংলা সাপ্লিমেন্টারী স্কুল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলটিকে পূণরায় খোলার লক্ষ্যে গত রোববার দুপুরে মসজিদ মিলনায়তনে কমিউনিটির এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং স্কুলের সাবেক সেক্রেটারি কমিউনিটি সংগঠক শাহ্ আলী আকবর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্কুলটি পুনঃ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। সভায়, নব প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর লক্ষ্যে স্কুলটি পূণরায় খোলার মহতি উদ্যোগে সার্বিকভাবে সহযোগীতা করার প্রতিশ্রুতি প্রদান করে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতাকালীন ট্রেজারার আব্দুল আহাদ চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়া, আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান, আব্দুল কাদির, বকসি হারুনুর রশিদ, এম আকতারুজ্জামান কুরেসী নিপু, সাংবাদিক মকিস মনসুর আহমদ, শেখ মোহাম্মদ আনোয়ার, গোলাম মর্তুজা, খায়রুল ইসলাম, শেখ এম আতিকুজ্জামান, শাহ্ গোলাম কিবরিয়া, এস এ খাঁন লেনিন, কয়সর আলী, ফয়সল মোমিন, আব্দুল মোত্তালিব ও সেলিম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায়, আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেবকে চেয়ারম্যান, প্রবীন মুরব্বী আব্দুল আহাদ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান, কমিউনিটি সংগঠক সাংবাদিক মকিস মনসুর আহমদকে জেনারেল সেক্রেটারি ও কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারকে জয়েন্ট সেক্রেটারি এবং যুব সংগঠক এস এ খাঁন লেনিনকে ট্রেজারার ও শেখ এম আতিকুজ্জামানকে জয়েন্ট ট্রেজারার করে ৩১ সদস্য বিশিষ্ট শাহ্জালাল বাংলা স্কুলের পরিচালনা কমিটি গঠন করা হয়।