• বিমান বন্দরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং নিহত আহতদের স্মরণে বেলজিয়াম ৩দিনের শোক পালন শুরু করেছে। আজ দিনের মধ্যভাগে শোক দিবসের প্রারম্ভে ১মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে শোক পালনের শুরু হয়।
• খালিদ এবং ব্রাহিম এল বক্রাউই নামের দুই ভাইকে আক্রমণকারী হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে।
• বিমান বন্দরের গোপন ক্যামেরায় ধরা পড়েছে এমন অপর একজনকে পুলিশ এখনও খুঁজছে্।
• বিমান বন্দরের বিস্ফোরণে এ পর্যন্ত ১১ জন এবং মায়েলবিক মেট্রোষ্টেশনের বিস্ফোরণে ২০জনের প্রানহানী হয়েছে।শতাধিক গুরুতর আহত হয়েছেন।
• তথাকথিত আইএস ইসলামী জঙ্গীগোষ্ঠী এই হামলার দায় নিয়েছে। -খবর বিবিসি’র।