1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারত থেকে ২১ রোহিঙ্গার মৌলভীবাজারে অনুপ্রবেশ; উদ্দেশ্য কক্সবাজার - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

ভারত থেকে ২১ রোহিঙ্গার মৌলভীবাজারে অনুপ্রবেশ; উদ্দেশ্য কক্সবাজার

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৯৯ পড়া হয়েছে

পুলিশের হাতে আটক মৌলভীবাজারে

দেশের সীমান্তবতী মৌলভীবাজার জেলা শহরের শ্রীমঙ্গল সড়কস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে নারী শিশুসহ নতুন করে আরও ২১ রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে পুলিশকে জানিয়েছে। পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকায় ২১ জন রোহিঙ্গা আচমকা ঘোরাফেরা করছিল। তাদের চেহারা ও কথাবার্তায় স্থানীয়দের সাথে মিল না হলে সন্দেহজনক স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাতক্ষনিক তাদের আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ২০১৮ সালে ভারতে প্রবেশ করে। ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে। তারা মুলত কক্সবাজার যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসে। রোহিঙ্গাদের মধ্যে সাত শিশু, আট নারী ও ছয় জন পুরুষ রয়েছ।
তাদের আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ওসি। উল্লেখ্য, এর আগে গেল ২৮ জুন মৌলভীবাজার শহরের চুবরা এলাকা থেকে আরও ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT