মুক্তকথা সংবাদকক্ষ।। ভোটের ফলাফল যখন এক একটি এলাকা হিসেবে প্রকাশ পাচ্ছে ঠিক এমনি এক সময় ইন্টারনেট খুঁজতে গিয়ে পাওয়া গেল ভিন্ন এক খবর। আর সে খবরটি হলো তৃতীয় বিশ্বের দেশের মত, ভোটের দিন বোমার মত জিনিষ পাওয়ার কারণে পুলিশ ৪৮বছর বয়স্ক এক ব্যক্তিকে সন্দেহজনক কারণে গ্রেপ্তার করেছে।
পুলিশী গ্রেপ্তারের এ ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের মাদারওয়েল ভোট কেন্দ্রে। বোমার সরঞ্জামের মত কিছু জিনিষ একটি ভোটকেন্দ্রে পাওয়ার ফলে পুলিশ এ গ্রেপ্তার করে। অবশ্য সাথে সাথেই একটি বোমা বিশেষজ্ঞ দলকে তলব করা হয়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে “গ্লেন টাওয়ার ফ্লাট”-এর নিচতলায় বোমাজাতীয় সরঞ্জাম পাওয়া যাওয়ায় এই বিশেষজ্ঞদলকে তলব করা হয়। এই দালানে সকলের ব্যবহার যোগ্য একটি কক্ষ ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
পুলিশ এমন ঘটনার চারপাশ ঘেরাও করে রাখে এবং দালানটি বোমামুক্ত করা হয়। বোমা সরঞ্জাম নিষ্ক্রিয় করার লক্ষ্যে বোমা বিশেষজ্ঞ দল একটি নিয়ন্ত্রিত বিষ্ফোরণ ঘটায়।
সূত্র: দি ইণ্ডিপেন্ডেন্ট