1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মনিপুরীদের ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

মনিপুরীদের ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১২৯ পড়া হয়েছে


২৪ তম বাংলাদেশ কাং ফেডারেশন এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ নয়াপত্তন গ্রামের কাংশং-এ ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছেলেদের ফাইনাল খেলায় মঙ্গলপুর নিত্যানন্দ কাংখুৎ ৯-৩ পয়েন্টে আমসফা সিলেট-কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং মেয়েদের খেলায় হামোম খোল মহাদেব কাংখুৎ ৭-৫ পয়েন্টে মঙ্গলপুর রাধাগোবিন্দ কাংখুৎ-কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
পরে বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন এর সভাপতি কৈশাম মনীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সমাজসেবক শ্যামল সিংহের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ, কে শেরাম। বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ সমাজ সেবক সমিতির সভাপতি নারেংবম রাধামোহন সিংহ, তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্রেক্স এর আহবায়ক লাংগনোজম জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহ, ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশন, ছোট ধামাই এর সভাপতি অহৈবম রণজিৎ সিংহ, মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সভাপতি নুর উদ্দিন, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণাামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সমরেন্দ্র সিংহ।
টুর্ণামেন্টে ছেলে ও মেয়েদের মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT