1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দেয়া হয়েছে - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দেয়া হয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ২৯৩৭ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। ‘জয় বাংলা’ ধ্বনিতুলে শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক মুছে দিয়েছে মৌলভীবাজার সরকারি কলেজের কতিপয় ছাত্র। বৃহস্পতিবার দুপুরে এ নামফলক ভাঙ্গার এ ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে অডিটোরিয়ামের দেয়ালে এস এস সিটের অক্ষর দিয়ে লেখা নাম ফলকটি প্রকাশ্যে ভাঙ্গা হয়।

ছাত্রলীগ নেতারা নাম ফলকটি মুছে দিয়ে এর নামকরণ করে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম। এটি মুছে দেয়ার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাটি এরকম বিভিন্ন ধরনের ধ্বনি তুলে।
নাম ফলকটি ভাঙ্গার সময় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি জানি না। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা ব্যবস্থা নেবো। সূত্র: গণমাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT