মৌলভীবাজার অফিস।। শনিবার, ১৪ই মাঘ ১৪২৩।। মৌলভীবাজারের রাজনগরে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ৯ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ২৫ জানুয়ালী বুধবার রাতে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলামের কার্যালয়ে এ রায় দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মনগাও গ্রামের খলিল মিয়ার ছেলে মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে উত্ত্যেক্ত করে আসছিল টেংরা ইউনিয়নের টেংরা গ্রামের এক নারীকে (২৮)। এব্যাপারে ওই নারী উপজেলা নির্বাহী অফিসার রাজনগর থানায় বিষয়টি উল্লেখ করে অভিযোগ দেন। লিখিত অভিযোগ দেয়ায় ২২ জানুয়ারী আবারো তার বোনের মোবাইল ফোন করে ফোন করে গালাগাল করে। এদিকে ২৫ জানুয়ারী দুপুরে প্রাইভেট পড়াতে যাওয়ার সময় টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের চেয়ারম্যানের বাড়ির পাশে তার পথ আটকে গালাগাল ও উত্যেক্ত করে। পরে তিনি রাজনগর গিয়ে অভিযোগ করলে পুলিশ তাকে কলেজ পয়েন্ট এলাকা থেকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে সে দোষ স্বীকার করে নেয়। পরে আদালত তাকে ৯ মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সে বেশ কিছু দিন থেকে ওই নারীকে উক্ত্যেক্ত করে আসছিল। নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে ভ্রাম্যমান আদালতে বিচার করে সাজা দেয়া হয়েছে।