যেদিকে তাকাই দুর্নীতি ছাড়া কিছু দেখি না
দেশের অর্থনীতি লুটপাটকারীদের হাতে জিম্মি।
দেশের বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে।
মির্জা ফখরুল খুব হতাশায় সময় পাড় করছেন। আরটিভি অনলাইন তার উদৃতি দিয়ে কিছু কথা ও বক্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলছেন-‘কোনোদিন রাজনীতিতে হতাশ হইনি। সবসময় সবাইকে সাহস দিয়েছি। কিন্তু আজ যেদিকে তাকাই দেখি হতাশার ছায়া, দেশের বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। আগে ঘুষ দিতে হতো এক লাখ, এখন পাঁচ লাখ। দুর্নীতি ছাড়া কিছু নেই। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হতো না। আমি পাঁচ তারিখের পরই বলেছিলাম, তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।’
তিনি আক্ষেপের সুরে আরো বলেছেন- ‘যেদিকে তাকাই দুর্নীতি ছাড়া কিছু দেখি না। অফিস-আদালতে যাওয়া যায় না, ব্যাংকে গিয়ে নিজের টাকাও তোলা যায় না। আজ সকালে আমার স্ত্রী ব্যাংকে ফোন করেছিলেন কিছু টাকা তোলার জন্য, বলা হয়েছে ৫ হাজার টাকার বেশি দেওয়া যাবে না।’
দেশের অর্থনীতি নিয়ে ফকরুলের বক্তব্য বা মন্তব্য, তিনি মনে করেন- ‘দেশের অর্থনীতি লুটপাটকারীদের হাতে জিম্মি।’ সবচেয়ে ভয়ঙ্কর আর ভীতিপ্রদ যে বক্তব্য তিনি রেখেছেন তাতে তিনি বলছেন- ‘এমনকি দিল্লিতে গিয়ে হাজার কোটি টাকার পরিকল্পনা হয়েছে কীভাবে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায়।’
তাঁর শেষ কথা- ‘বিএনপির লক্ষ্য একটাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সংস্কারের ৩১ দফার মধ্যে সব বিষয়ই অন্তর্ভুক্ত আছে।’
তথ্য সূত্র:- সংগৃহীত