মুক্তকথা সংবাদকক্ষ।। হাইল হাওরে রোরো চাষের সুবিধার জন্য ইট-পাথরের তৈরী সুরঙ্গ নালা ব্যবহারের মাধ্যমে স্বচ্ছ পানি প্রবাহের পাশাপাশি সৌন্দর্য বর্ধণের জন্য ফুলের বাগান করা হবে, থাকবে বসার ব্যবস্থা। ছাউনিও নির্মাণ করা হবে। পয়ঃ ব্যবস্থা, হাত-মুখ ধোয়ার সুব্যবস্থার স্থাপনা থেকে শুরু করে পুরো এলাকার আইন-শৃঙ্ক্ষলা থাকবে নিরাপত্তা ক্যামেরার চোখে চোখে। রাতের আঁধার ঘোচানোর জন্য থাকবে অবিরাম জ্বালানো বৈদ্যুতিক বাতি। মূল কথা, মানুষের জন্য আমাদের মনের মাধুরী মিশিয়ে পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে কোদালী ছড়ার উভয় তীরের অন্ততঃ ৪ কিলোমিটার এলাকা। এমন কাজ দৃশ্যমান হবে খুব তারাতারিই।
শুধু কি তাই, আরো জানা গেছে, বোরো মৌসুমে হাওরাঞ্চলে পানির সাভাবিক প্রবাহ না থাকার কারনে হাওরের কৃষি বাধাগ্রস্থ হয়, সে বিষয়েও স্থায়ী সমাধানের চিন্তা থেকে খুব শীঘ্রই মাতারকাপন মনু বাঁধ থেকে ইট-পাথরের সুরঙ্গ পথে বোরো মৌসুমে কোদালীছড়া দিয়ে স্বচ্ছ পানি প্রবাহ শুরু হবে। যার কারণে মোস্তফাপুর ইউনিয়ন, গিয়াসনগর ইউনিয়ন, নাজিরাবাদ ইউনিয়ন ও কাগাবালা ইউনিয়ন হয়ে হাইলহাওর, গোপলানদী সহ আশাপাশের হাওর ও খালবিলে স্বচ্ছ পানি প্রবাহ থাকবে। এমন মনজুড়ানো ভরসার কথা শুনিয়েছেন মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান।
|
|
মৌলভীবাজার শহরের পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কোদালিছড়া ও তার দুই পাশে আরসিসি দেয়াল নির্মাণ, পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলাসহ ছড়াকে কেন্দ্র করে এর বহুমাত্রিক ব্যবহারের লক্ষ্যে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক কার্যাদেশ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। কোঁদালীছড়ার এই চার কিলোমিটার খনন ও আরসিসি দেয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় অধিনস্থ প্রতিষ্ঠান এলজিইডি।
গত ১৪ নভেম্বর, শনিবার, দূপুরের দিকে শহরের পৌর জনমিলন কেন্দ্রে কোদালিছড়া উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এই কার্যাদেশ হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে’র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসান মোঃ নাসের রিকাবদার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত সহ সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্যে মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, সকলের সহযোগিতায় বিশাল কর্মযজ্ঞের কারনে কোদালীছড়া আজ অনেকটা দখলমুক্ত। খননের কারণে গত তিন বছর মৌলবীবাজার শহরের পৌর এলাকায় জলাবদ্ধতা হয় নি। অতীতে বর্ষাকালে শহরের যেসব এলাকায় জলাবদ্ধতা হতো এখন সেসব এলাকায় জলাবদ্ধতা হয়না, এমন অনাবিল আনন্দের কথা শুনিয়েছেন মেযর ফজলুর রহমান।
|