1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪ সহোদরের ছুরিকাঘাতে অপর ২ সহোদর গুরুতর আহত, আটক ৪ - মুক্তকথা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

৪ সহোদরের ছুরিকাঘাতে অপর ২ সহোদর গুরুতর আহত, আটক ৪

চা-শিল্প প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১১৬৮ পড়া হয়েছে

গত ২২ মার্চ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানার সীমানা সংলগ্ন সড়ক দিয়ে মটরসাইকেল যোগে যাওয়ার সময় দুই সহোদরকে ছুরিকাঘাত করে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্ত চার সহোদর। তাৎক্ষণিক অভিযানে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। ছুরিকাঘাতে আহতদের আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাপাতালে পাঠানো হয়।
এদিন বেলা অনুমানিক ১২.৫০ মিনিটে শ্রীমঙ্গল থানার পাশের জামে মসজিদের গলি দিয়ে মোঃ আরাফাত হোসেন(৩৫) ও ছোটভাই মোঃ ডালিম হোসেন(৩৭) মটরসাইকেল যোগে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্ত চার সহোদর তাদের রাস্তা অবরোধ করে ফেলে। মটরসাইকেল থামানোর সাথে সাথে দূর্বৃত্তরা হামলে পড়ে চাকু দিয়ে দুই ভাইকে উপর্যুপরি আঘাত করে মাটিতে ফেলে দেয়। দুই ভাই ও আশপাশের মানুষ চিৎকারে পার্শবর্তী থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় আহতদের সিএনজি যোগে হাসপাতালে প্রেরণ করে। পুলিশের অন্য একটি টিম পিছু ধাওয়া করে ঘটনার সাথে জড়িত চার দূর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়। তারা হলো শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকার মৃত মহব্বত আলীর পুত্র আব্দুর রউফ(৪২), বেলাল মিয়া (৩১), মোঃ বিল্লাল মিয়া(৩২) ও রুমন মিয়া(৩৫)। আহতরা শহর সংলগ্ন উত্তর উত্তরসুর এলাকার মোঃ আব্দর রহমানের দুই পুত্র।

এদিকে ছুরিকাঘাতে আহত মোঃ আরাফাত হোসেন ও তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে সিলেট এমএজি ওসমানী হাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাই মোঃ জামাল হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৪০, তারিখ-২২/০৩/২০২২ইং।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম অর রশীদ বলেন, অবগত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং অপর টিম দূর্বৃত্তদের ধাওয়া করে সহোদর চার ভাইকে আটক করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT