1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আওয়ামী নেতার দখল থেকে মুক্ত হলো সংরক্ষিত বনভূমি - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

আওয়ামী নেতার দখল থেকে মুক্ত হলো সংরক্ষিত বনভূমি

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৪ পড়া হয়েছে

লাউয়াছড়া বনে রাজনৈতিক নেতার দখলে থাকা বনভূমি উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে প্রায় ৪ একর জায়গা দখল করে রেখেছিলেন আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনার। অবশেষে নেতার দখলে থাকা ৪ একর জায়গা উদ্ধার করেছে বনবিভাগ। গত রোববার(৩ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর পশ্চিম পাশে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

দখলদার আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনার এর কাছ থেকে বন্ধক নিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান এলাকার শাহ আলম। তিনি জানান, ‘আমি জেনারের কাছ থেকে ৫বছরের লিজ নিয়ে এখানে লেবুর চাষ করেছি। অগ্রিম ২ বছরের ১ লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা লেবু বিক্রি ও বিভিন্ন সময় দেওয়া হবে এটা চুক্তিপত্রে বলা আছে।

তিনি বলেন, আমি গরীব মানুষ, লেবু চাষ করে তা বিক্রি করেই আমার সংসার চলে। এখন এত টাকা ধরা খাব কখনো ভাবিনি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, আমরা পুলিশী সহযোগিতায় প্রায় ৪ একর বনের জায়গা উদ্ধার করেছি। তবে উদ্ধারের সময় কাউকে পাইনি। কেউ দাবী করতেও আসেনি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে ৪ একরের মতো জায়গা বেদখল হয়েছিল। সেখানে পুরা জায়গায় লেবু গাছ লাগানো ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT