1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইউপি চেয়ারম্যান’এর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী - মুক্তকথা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া গুলিবিদ্ধ সেজে আহত তালিকায় নাম লিখিয়ে নেয়া ॥ শিবিরের ইফতার র‍্যাব-৯ এবং কমলগঞ্জ ও বড়লেখা পুলিশ হত্যামামলার ৪ আসামীকে আটক করেছে ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা সমাবেশ দেশে ৩৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন, বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ রোগে মৃত্যুবরণ করে। আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা… জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউপি চেয়ারম্যান’এর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬২ পড়া হয়েছে

আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদের উপর সন্ত্রাসী হামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। গেল বুধবার দুপরে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহত শামীম আহমদ,তার পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের নিরাপত্তা ও হামলাকারী রকিব ও গডফাদারদের দ্রুত গ্রেফতারে জোর দাবি জানান।
লিখিত বক্তব্যে শামীম আহমদ বলেন, গত ২০ জানুয়ারি, সোমবার বিকেলে মৌলভীবাজার শহরের দরগামহল্লাস্থ জলাল মিয়ার বিল্ডিং’র সামনের সড়কে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী রকিব মিয়া ও তার সহযোগীরা হামলা চালায়। তিনি বলেন, এসময় দা ও কিরিছের উপর্যোপুরি হামলায় তার নাড়ি-ভূড়ী বের হয়ে আসে। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক রক্তাক্ত জখম করে মৃত ভেবে আমাকে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় আমি দীর্ঘ দিন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে চিকিৎসকের পরামর্শনুযায়ী বাসায় অবস্থান করছি।

এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় গেল ২৬ জানুয়ারি মামলা দায়ের করি। পুলিশ এক আসামীকে গ্রেফতার করলেও প্রধান আসামী সন্ত্রাসী রকিবকে গ্রেফতার করতে পারেনি। এমতাবস্থায় সন্ত্রাসী রকিবকে গ্রেফতার না করায় আমি ও আমার পরিবার চরম আতংকে গৃহে বাস করছি। সন্ত্রাসী রকিব তার বাহিনী ও নেপথ্যের গডফাদারদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে তিনি জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন স্ত্রী সুবর্না আক্তার, শরফ উদ্দিন আহমদ, জসিম উদ্দিন আহমদ, সাফিয়া সুলতানা রিপা, পাপিয়া সুলতানা সুমী, শাহেদুর রহমান, তাহসীন মাহদী আহমদসহ অনেকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT