চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী হাসান মারুফ রুমী এই গেল নির্বাচনে একটি ভোটও পাননি। এমনকি নিজের ভোটটিও পাননি। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন কি ঘটছিল যে রুমি নিজের ভোটটিও পেতে পারেননি। বিবিসি’র কাছে রুমি নিজে বলেছেন, অনেক ভোটার তাকে বলেছেন যে তারা চট্টগ্রাম-১০ আসনে গণসংহতি ফোরামের মানুষকেই ভোট দিয়েছেন। অত্যন্ত যুক্তিসংগত প্রশ্ন, তা’হলে ভোট গেল কই? বিবিসি রুমীর বিষয়ে খবর নিয়ে যা জেনেছে তাতে আক্কেলগুড়ুম হওয়া ছাড়া আর কিছু বলার থাকেনা।
হাসান মারুফ রুমী চিটাগাঙ শহরের দেওয়ান হাটের স্থায়ী বাসিন্দা। এখানেই বড় হয়েছেন, লেখা-পড়া সবই এখানে। আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়ে পড়েছেন। পড়েছেন সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজে। ওখান থেকেই বিএ পাশ করেছেন।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূরিকরণ, নিরাপদ সড়ক দাবীর ছাত্র আন্দোলন, নগরের ট্যাক্স বৃদ্ধির দাবীতে আন্দোলন এমনকি চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন, এ সমূহ আন্দোলনে তিনি ছিলেন পুরোধাদের একজন। প্রশ্ন এখানেই। এ মানুষের ভোট গেল কই?
তার নিজের ভোটের বিষয়ে তিনি অবশ্য পরিস্কার করেছেন। তার নিজের ভোট উঠেছে চট্টগ্রাম-৯ এলাকায়। আর তিনি দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম-১০ আসনে। তাই নিজের ভোট ৯ এ দিয়েছেন। সূত্র: বিবিসি’র খবর