1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, স্বামী-স্ত্রী আহত - মুক্তকথা
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, স্বামী-স্ত্রী আহত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৯৬৩ পড়া হয়েছে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী আহতের অভিযোগ উঠেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এঘটনাটি ঘটেছে গত ৯ মার্চ বুধবার রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামে।

স্থানীয়ভাবে জানা যায়, ঘরে ঢিল মারার বিষয়ে জানতে চাওয়ায় শ্রীসূর্য্য গ্রামের রিংকু ভট্টাচার্য্য ও দুলাল ভট্টাচার্য্য হাতের টর্চ লাইট দিয়ে আঘাত করে ও কিল, ঘুষি দিয়ে আহত করে একই গ্রামের হিরন্ময় ভট্টাচার্য্য(৭০) ও তার স্ত্রী রীনা ভট্টাচার্য্য(৫৮) কে। পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

হিরন্ময় ভট্টাচার্য্যরে ছেলে সুমন ভট্টাচার্য্য বলেন, এ ঘটনায় পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান সামাজিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়ায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

তবে বক্তব্য জানতে অভিযুক্ত রিংকু ভট্টাচার্য্যকে পাওয়া যায়নি। তবে তাঁর এক নিকটাত্মীয় জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং উভয়পক্ষই আহত রয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT