1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
না কোন যানজট ছিল না... - মুক্তকথা
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

না কোন যানজট ছিল না…

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৯৭৪ পড়া হয়েছে

না কোন যানজট নয়। তবে এলোমেলো মানব আনাগোনায় জট পাকিয়ে সব কিছুকে স্থবির করে দেয়। জানলাম এমন ঘটনা প্রতি দিনের। এখানে সকলেই যেমন খুশী আসা যাওয়া করে। কেউ গাড়ী নিয়ে আসে আবার অনেকেই পায়ে হেটেও ভেতরের প্রবেশমুখে এসে ভিড় জমান। কেউ কেউ আত্মীয়-স্বজনদের আগমনকে অভিনন্দন জানানোর জন্য আসেন আবার কেউ আসেন গাড়ী নিয়ে যাত্রী সংগ্রহের উদ্দেশ্যে। অনেকেই আসেন ৫টি টাকা সাহায্য নেয়ার আশায়। সকলেই আসেন নিজেদের আশা আকাঙ্ক্ষার তড়ি তীরে ভিড়িয়ে নিতে। কারো হয় কারো হয়তো হয় না। কিন্তু প্রাপ্তিযোগের এ মহোৎসবে অনেককেই হুচট খেতে হয় নির্মমভাবে। নানামুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ হয় জীবনরহস্যের মহান মানবজীবন।
এমন মহোৎসবের দ্বারমুখে দাড়াতে হয়েছিল আমাকেও গত ২রা অক্টোবর, মঙ্গলবার। সে এক বিড়ল অভিজ্ঞতা! শরীর থেকে ঘাম ঝড়ানো একঘন্টা ধাক্কাধাক্কির মাঝে দাঁড়িয়ে থাকার যে কি মধুর অভিজ্ঞতা সে এখানে না-ই বললাম। উপরের ছবিখানা ওই সময়ই ওখান থেকে তোলা। সময় সকাল প্রায় সোয়া দশটা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১নং টার্মিনালের প্রবেশ-বাহির পথ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT