অশোক কুমার দাশ, মৌলভীবাজার॥ কথা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বগুড়া লেখকচক্রের সম্মাননা পুরস্কার পেলেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু। সম্মাননা হিসাবে পদক, উত্তরীয় ও একটি পত্র প্রদান করা হয় লেখককে। তাঁর এ পুরস্কার প্রাপ্তিতে মৌলভীবাজারের লেখক ও কবিরা আনন্দিত।
৫ ডিসেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে বগুড়া লেখক চক্রের পক্ষে এই পদক তার হাতে তুলে দেন ছোট কাগজ কোরাস সম্পাদক কবি মুজাহিদ আহমদ ও স্বনন সম্পাদক কবি সুনীল শৈশব। গত ২৮ নভেম্বর বগুড়া লেখাচক্র তাকে এ পুরস্কারে ভূষিত করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
এসময় কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু বলেন, অক্ষরের সাথে পরিচিত হওয়ার পর থেকেই বলা যায় লেখালেখির সাথে ঘর সংসার। ভালো লাগা ও অনুভূতির জায়গা থেকেই লেখালেখি করি। লেখালেখি করা লেখকের কাজ। তা যদি মানুষের কল্যাণে আসে সেটাই লেখকের প্রাপ্তি।
|