1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্রিটিশ সংসদে ব্রেক্সিট নিয়ে আবারো ভোট - মুক্তকথা
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

ব্রিটিশ সংসদে ব্রেক্সিট নিয়ে আবারো ভোট

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ১৮৪ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ।। ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘ দেন-দরবার করে জোট থেকে বেরিয়ে যাওয়ার যে খসড়া চুক্তি করেছেন তা অনুমোদনে আবারো সংসদের কাছে যেতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে। আজ মঙ্গলবার ১২ই মার্চ এই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে তার প্রথম প্রয়াস চরম ব্যর্থ হয়েছিল। বিশাল ভোটের ব্যবধানে তার চুক্তিটি তখন প্রত্যাখ্যাত হয়েছিল। তারপর গত কয়েক সপ্তাহ ইইউ নেতাদের সাথে নতুনভাবে বোঝাপড়া করে কিছুটা পরিবর্তিত আকারে চুক্তিটি আবার সংসদে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী মে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রেক্সিটের পর উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে অবাধে পণ্য এবং মানুষের যাতায়াত অব্যাহত রাখা নিয়ে যে আপত্তি অনেকে করছিলেন, সেখানে ইইউ থেকে তিনি কিছু ছাড় পেয়েছেন। বলা হচ্ছে, এই দুই ভূখণ্ডের মধ্যে অবাধ যাতায়াত হবে সাময়িক।
জানুয়ারিতে প্রথম ভোটে প্রধানমন্ত্রী মে ২৩০ ভোটের ব্যবধানে হেরেছিলেন। এতজন এমপি’কে নিজের পক্ষে আনার কষ্টসাধ্য কাজ করতে হবে তাকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT