সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকিয়ে দেয়া আজও চলছে। প্রায় প্রতি মাসেই কিছু না কিছু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়ে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ দফায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ বাংলাদেশিকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার(৩ জুলাই) ভোরে এদের আটক করে বিজিবি। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় এ নমুনায় অনুপ্রবেশকারীর সংখ্যা দাড়িয়েছে ৪৬৩ জন এবং তারা বিজিবির হাতে আটক আছেন। কিন্তু এরা ছাড়াও গণনার মধ্যে নেই এমন কিছু মানুষ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে বলে জানা যায় যাদের বিজিবি বা স্থানীয় প্রশাসন আটক করতে পারেনি।
বিজিবি সূত্রে জানা যায়, এ পর্যন্ত যাদের আটক করা হয়েছে এসব বাংলাদেশি নাগরিকদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল, কুড়িগ্রাম প্রভৃতি জেলায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর এসকল মানুষদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানাযায়।