1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লক্ষ টাকার সিগারেট আটক, প্রতিদিন সরকার রাজস্ব হারাচ্ছে ২০লাখ টাকা - মুক্তকথা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

লক্ষ টাকার সিগারেট আটক, প্রতিদিন সরকার রাজস্ব হারাচ্ছে ২০লাখ টাকা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৭৮৩ পড়া হয়েছে

শ্রীমঙ্গল থেকে লিখেছেন সৈয়দ ছায়েদ আহমদ।। মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে অভিযান চালিয়ে মৌলভীবাজার রাজস্ব বিভাগ নকল ব্যান্ডরোল(রাজস্ব স্ট্যাম্প) ব্যবহৃত ২৮ হাজার ৪শত শলাকা সিগারেট আটক করেছে যার বাজার মূল্য ১লক্ষ ১০হাজার টাকা। গতকাল বুধবার সকালে এই অবৈধ সিগারেট আটক করা হয়।
মৌলভীবাজারে কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সিবাজার এলাকায় প্রচুর নকল সিগারেট বিক্রি হচ্ছে। তারই সূত্র ধরে অদ্য ১১ই জুলাই মুন্সিবাজার চৌধূরী স্টোরে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহৃত ২৮হাজার ৪শত সিগারেট জব্দ করেন। এ অভিযানে তার সাথে ছিলেন রাজস্ব কর্মকর্তা জনাব গোলাম কিবরিয়া, মো:আব্দুল হাকিম, বাসুদেব পাল এবং আব্দুস সাত্তার। আরও ছিলেন সহকারী রাজস্ব অফিসার মো:হাফেজ আহমদ, শামছুদ্দিন।
এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন মৌলভীবাজর রাজস্ব বিভাগের সিপাহীগণ। তথ্য নিয়ে জানা যায়, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এসব নকল ব্যান্ডরোল ব্যবহৃত লক্ষ লক্ষ সিগারেট বিক্রি হচ্ছে। খবর নিয়ে আরোও জানা যায় প্রতিদিন মৌলভীবাজার জেলায় প্রায় ৩০ লক্ষ টাকার নকল সিগারেট বিক্রি হয়। যেখান থেকে রাজস্ব বিভাগ বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। ২০১৮ অর্থ বছরের বাজেট অনুযায়ী মৌলভীবাজার জেলায় প্রতিদিন সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় ২০লক্ষ টাকা যার মাসিক হিসাবে আসে ৬কোটি টাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT