1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেখ কামালের জন্মদিনে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত - মুক্তকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

শেখ কামালের জন্মদিনে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

মকিস মনসুর॥
  • প্রকাশকাল : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৮১৮ পড়া হয়েছে

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালবাসায় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সংস্কৃতির একনিষ্ঠ পৃষ্টপোষক, মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের প্রধান সেনাপতি জে: এম এ জি ওসমানীর এডিসি শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে গত ৫আগষ্ট বৃহস্পতিবার, এক ভার্চ্যুয়াল আলোচনার আয়োজন করা হয়।

বক্তারা বলেন শহীদ শেখ কামাল ৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন। পাকহানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কস্থ বাসভবন আক্রমণ করার আগের মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।
শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ারকোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তি বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

বক্তারা আরও বলেন শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় খুবই উৎসাহী ছিলেন। স্বাধীনতা উত্তর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির অগ্রসৈনিক ছিলেন।
সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের প্রবর্তক শেখ কামাল ছিলেন আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা।
বহুমাত্রিক গুণের পাশাপাশি মানুষ হিসেবে শেখ কামাল ছিলেন উদার এবং বিনয়ী। দেশের জাতির পিতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পুত্র হওয়া সত্বেও তার ভেতরে কোনও অহমিকার প্রকাশ ঘটতে দেখা যায়নি। খুব দ্রুত সময়ে অন্যকে আপন করে নিতে পারার এক অসাধারণ গুণ ছিল তার।

শহীদ শেখ কামালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন তার সহপাঠী ও ঘনিষ্টজনদের মধ্যে আবিদাবি জাহিদ ইউনিভার্সিটির প্রফেসর ড, হাবিবুল হক খন্দকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাজ্জাদুল আলম ববি, একাউন্টটেন্ট আব্দুর রকিব ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান সহ যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি এম এ রহিম সি আই পি, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া এমবিই, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, আনসারুল হক, এম এ সারব আলী, এস এম সুজন মিয়া, রবিন পাল, আ স ম মিসবাহ, তারিফ আহমদ সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক নাজমুল হাসান পাপন এমপি।

সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুর রুউফ। ভার্চ্যুয়াল আলোচনা সভার এ কর্মসূচী ইউকে বিডি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক নাজমুল হাসান পাপন এমপি সহ সকল বক্তারা শেখ কামালের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক শেখ কামালের জন্মদিন আজ। বেঁচে থাকলে বয়স হত ৭২ বছর। সে সময় তরুণ সমাজের একটা ভরসার স্থল ছিল শেখ কামাল। যে কোনো ভালো উদ্যোগে তাঁকে পাশে পাওয়া যাবে এটাই ছিল নিপাতনে সিদ্ধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সবার আগে ঘাতকরা মেরে ফেলে এই মানুষটিকে।

পরিশেষে বক্তারা তরুণ সমাজের একটি ভরসারস্থল. ধ্রুপদী আর আধুনিকতার অপূর্ব সংমিশ্রনে বহুমূখী প্রতিভার অধিকারী ক্ষনজন্মা এই স্বপ্নবান মানুষ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ১৫ই আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদানদের জান্নাতবাসী করার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT