1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১ মে, ২০২২
  • ৯৪৮ পড়া হয়েছে

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ধক্যের নানা জটিলতায় সাবেক এই অর্থমন্ত্রী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়।

তার পরিবারের সূত্র উল্লেখ করে সংবাদ পত্র লিখেছে যে, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেওয়া হবে এবং এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে।

আবুল মাল আবদুল মুহিতের মাতা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা ছিলেন আবু আহমদ আবদুল হাফিজ। ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা-বাবা উভয়েই ওই সময়ে সিলেট জেলার রাজনীতিতে খুবই সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়।
উল্লেখ্য যে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT