লন্ডন: শনিবার, ৮ বৈশাখ ১৪২৪।। পানিতে আক্সিজেনের পরিমাণ কম। তাই মাছ মরে ভেসে উঠছে। কিন্তু কি কারণে অক্সিজেনের পরিমাণ কমে গেল তা সুস্পষ্টভাবে কেউ কিছু বলতে পারেন না। স্থানীয় প্রতিনিধির বরাত দিয়ে ইত্তেফাক এ খবরটি প্রকাশ করেছে। ইত্তেফাক লিখেছে, প্রতি বছরের মত এবারও উপজেলার ডিঙ্গাপোতা হাওরের মিঠা পানিতে সাগর থেকে ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে স্থানীয় হাইজদা বাঁধের অংশ দিয়ে প্রবেশ করে। বিগত বছর গুলোতে ইলিশ ধরা পড়তো জেলেদের জালে। কিন্তু এবার আগাম বন্যায় পানিতে অক্সিজেন স্বল্পতার কারণে অন্যান্য মাছ ও জলজ প্রাণীর সঙ্গে ইলিশও মরে ভেসে উঠতে দেখা গেছে।
বন্যা বাংলাদেশেতো নতুন কিছু নয়। ফিবছরই বন্যা হয়, মানুষসহ প্রাণী জগতের অপূরনীয় ক্ষতি হয়। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়, ঘর-বাড়ী ভেঙ্গে যায়, গরু-ছাগল ভেসে যায়। সর্বোপরি সাধারণ গরীব মানুষ পর্যন্ত মারা পড়ে। কিন্তু পানিতে অক্সিজেনের অভাবে বিস্তীর্ণ হাওরের মাছ মরে গিয়ে আকালের সৃষ্টি হতে আগে শুনিনি। গভীর পানির ইলিশ মাছও এ অক্সিজেন শূণ্যতা থেকে রেহাই পাচ্ছে না। এমন সংকট খুবই নতুন মনে হচ্ছে।