লন্ডন: আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে। কথাটি বলেছেন মহামহিম প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা এবং বিষয়টি সরকারকে জানাবার জন্য তিনি এটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন। খবরটি লিখেছে দৈনিক ইত্তেফাক। সংবাদপত্র থেকে আরো জানা যায়, প্রধান বিচারপতি কোন ধরনের সমান্তরাল আদালত চালু থাকাকে বিধান বহির্ভুত মনে করেন। তাই মাহবুবে আলম সাহেবের মোবাইল কোর্টের প্রয়োজন আছে বক্তব্যের প্রেক্ষিতে তিনি উপরের কথাগুলো বলেন। বিপরীতে এটর্নি মাহবুবে আলম মহাশয় একটি জেলার নাম উল্লেখ করে বলেন যে ৪দিন মোবাইল কোর্ট বন্ধ থাকায় ওখানে ৩৭টি বাল্য বিয়ে হয়েছে। অতএব অপরাধের তাৎক্ষনিক বিচারের জন্য মোবাইল কোর্টের প্রয়োজনীয়তা রয়েছে। এ অবস্থায় বিচারপতি আদালত হিসেবে বলেন যে, কোন বিধানে সমান্তরাল বিচার কার্যক্রম চালাবেন?
আদালত আরো বলেন, একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে আইন কমিশন আছে। তাদের পরামর্শ আপনারা নেন না। আইন তো চিন্তা-ভাবনা করে করতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনবিদ, বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইন করা উচিত। সবাই মিলে আইন করলে সে আইনটা গ্রহণযোগ্য হয়।
উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনের ১১টি ধারা-উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিল।