1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আবারও বন্ধ হলো চা শ্রমিকদের মজুরি - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় জাতীয় সংগীত চলাকালে হামলার প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার বিষয়ে ব্যবস্থা নিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে আইনজীবী সুজন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। তিয়ানশী’র উদ্যোক্তা সমাবেশ নিবিড় পরিচর্যায় অধ্যাপক আজিজ। স্বয়ং গ্রামবাসীগন রাস্তা মেরামত করলেন নারী মাদক ব্যবসায়ী আটক ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন।

আবারও বন্ধ হলো চা শ্রমিকদের মজুরি

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ পড়া হয়েছে

চা শ্রমিকদের মজুরি আবারও বন্ধ করে দিয়েছে

সরকার পরিচালিত ন্যাশনাল টি কোম্পানি

 

রাষ্ট্রায়াত্ব অন্যতম চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড (এনটিসি) এর চা বাগান সমূহের শ্রমিকদের মজুরি আবারও বন্ধ করায় এর প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন চা শ্রমিক নেতৃবৃন্দ। ত্রিপক্ষীয় সিদ্ধান্তের পরও মজুরি ও বোনাস বন্ধ রাখায় ক্ষুব্ধ হয়ে উঠেছে কয়েক হাজার চা শ্রমিক।

আজ রবিবার( ২২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্ন্তগত মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদ, এন.টি.সি’র কমলগঞ্জের চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সম্পাদক ও গণ্যমান্য চা শ্রমিক নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম কল্যাণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি গতকাল অবগত হয়েছি। গতকালই আমি ন্যাশনাল টি কোম্পানীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলছেন, মজুরি দেয়ার মত তাদের কাছে কোন তহবিল নেই। তারা উর্দ্ধতন কর্তপক্ষকে জানিয়েছেন। তবে তারা কোন নিশ্চয়তা প্রদান করেন নাই।

তিনি আরও বলেন, ন্যাশনাল টি কোম্পানীর চা শ্রমিকদের এই বিষয়টির ব্যাপারে আগামীকাল বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে সকল স্টেক হোল্ডার নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

স্মারকলিপিতে জেলা প্রশাসকের কাছে আবেদনে চা শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সহিত জানাচ্ছি যে, বিগত ৪ সপ্তাহ যাবত কর্তৃপক্ষ শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা বন্ধ রেখেছেন। সেইসাথে প্রভিডেন্ট ফান্ড সুবিধাসহ অন্যান্য সুবিধাদি বন্ধ রেখেছেন। যার ফলে শ্রমিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর কমলগঞ্জ উপজেলার ফাঁড়িসহ ৮টি চা বাগানে কর্মরত স্থায়ী শ্রমিক প্রায় ৬০০০ জন এবং নির্ভরশীল শ্রমিক প্রায় ২৪০০০ জন।

আমাদের আবেদনের প্রেক্ষিতে এই শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে গত ০৮/০৯/২৪ খ্রিঃ তারিখ বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল-এ মালিক পক্ষের প্রতিনিধি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এবং পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দসহ ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ১২/০৯/২৪ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার হতে শ্রমিকদের সাপ্তাহিক মজুরী ধারাবাহিকভাবে পরিশোধ করা হবে। শ্রমিকদের আগামী দূর্গাপূজার বোনাস ও বকেয়া সমুদয় মজুরী আগামী ০৮/১০/২৪ খ্রিঃ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। বাগানের স্বার্থে শ্রমিকরা তাদের স্বাভাবিক উৎপাদন কাজ অব্যাহত রাখবে।

উক্ত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শ্রমিকপক্ষ নিয়মিত ভাবে কাজ করলেও মালিকপক্ষ গত ১৮/০৯/২৪ খ্রিঃ তারিখ হতে আবারও অনির্দিষ্টকালের জন্য সাপ্তাহিক মজুরি প্রদান বন্ধ করে দেওয়ায় চা শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT