1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এবার‌ও পূর্ব লন্ডনে ভোররাতের পর সকালেও একুশের প্রভাতফেরী হয় - মুক্তকথা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

এবার‌ও পূর্ব লন্ডনে ভোররাতের পর সকালেও একুশের প্রভাতফেরী হয়

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৪৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। শহীদ দবিস ও আর্ন্তজাতকি মাতৃভাষা দবিসে শহীদদরে স্মরণে লন্ডনে অনুষ্ঠতি হয়েছে প্রভাতফেরী। পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে অনুষ্ঠিত প্রভাতফেরী পরবর্তী সমাবেশে আয়োজক সংগঠনের আহবায়ক বলেছেন, ‘এদেশে বেডে ওঠা শিশুকিশোর যারা রাতে আসতে পারেনা তাদরেকে একুশের গৌরবোজ্জ্বল চেতনায় অনুপ্রাণিত করার জন্য রাতের পাশাপাশি সকালেও একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যরে পক্ষ থেকে গত ৫ বছর ধরে এই প্রভাতফরেী আয়োজিত হয়ে আসছে।

যুক্তরাজ্য ভিত্তিক একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদের আহবায়ক নুরুদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলটেস কাউন্সিলের সংস্কৃতি বিষয়ক লীড মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার বলনে, ‘বিলেতে বেডে ওঠা নব প্রজন্মের এবং অন্যান্য কমিউনিটির মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রামগাঁথা ছড়িয়ে দিতে প্রভাতফেরীর মত অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’। সমাবেশের আগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান গেয়ে গেয়ে অনুষ্ঠিত হয় প্রভাতফেরী।
প্রভাতফেরী শহীদ মিনার প্রাঙ্গন প্রদক্ষিন শেষে সমাবেশে এসে মিলিত হয়। প্রভাতফেরীর একুশে গানে অংশ নেয়া ছোট্ট শিশুদের উৎসাহ দিতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. রফিকুল হাসান খান জিন্নাহ, গত বছরের আহবায়ক আনসার আহমদে উল্লাহ, গত বছরের সদস্য সচিব জামাল খান, সাংবাদিক, নির্মূল কমিটির সহ সভাপতি সৈয়দ আনাস পাশা, প্রভাতফেরী আয়োজন পরিষদের সদস্য সচিব আমিনা আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রেজাউল করিম মৃধা, উদীচী সভাপতি হারুন অর রশীদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ, সংস্কৃতিকর্মি সৈয়দ নাজনীন সুলতানা শিখা, সুশান্ত দাশসহ বিলেতের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT