শিশু বাচ্চা কোলে এক যুবতী নিজ স্তনদুগ্ধ পান করাচ্ছেন এক বৃদ্ধকে। এমন আদেখা, অদ্ভুত, মনকে আন্দোলিত করার মত একটি চিত্রকর্ম অতি সম্প্রতি প্যারিসে ৩কোটি ইউরো’তে(৩০ মিলিয়ন ইউরো) নীলামে বিক্রি হয়েছে। চিত্রকর্মটি দেখলে অনেক মানুষের মনে হবে এটি একটি বিকৃত চিন্তার কাজ। কিন্তু আসলে এ চিত্রকর্মটির পেছনে রয়েছে অনেক দুঃখ জড়ানো, হৃদয়স্পর্ষী এক উৎসাহ সঞ্চারী কাহিনী।
চিত্রকর্ম সংশ্লিষ্ট ঘটনাটি ফ্রান্সের ১৪তম রাজা লুইস-এর সময়ের। একটি রুটি চুরির অপরাধে বৃদ্ধ এই লোকটিকে উপোষ থেকে মরে যাবার শাস্তি দেয়া হয়েছিল। চিত্রপটের শিশুকোলে মহিলাটি শাস্তি পাওয়া বৃদ্ধের একমাত্র কন্যা। কেবল মাত্র সে-ই কারাগারে গিয়ে বাবাকে দেখতে পারতো। কারাগারে প্রবেশের আর কারো কোন অনুমতি ছিল না। মেয়েটি বাবাকে দেখার জন্য প্রতিদিনই কারাগারে যেতো। তবে তাকে কড়া নজরে রাখা হতো যা’তে খাবার জাতীয় কিছু সে কারাগারে নিতে না পারে। |