মুক্তকথা সংবাদকক্ষ।। মোহাম্মদ নাফিস, এ বছর ‘কুইন মেরি’ বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি-সম্মানে প্রথম স্থান অধিকার করেছেন। ২৫ বছর বয়সের যুবক নাফিসের পৈত্রিক বাড়ী মৌলভীবাজারের কনকপুর গ্রামে। খুবই নিরীহ সদাহাসির মোহাম্মদ নাফিস ভবিষ্যত জীবনে রসায়ন বিজ্ঞানের একজন বিশেষজ্ঞ হতে চায়। নাফিসেরা ৩ভাই এ এক বোন।
নাফিসের বাবা মোহাম্মদ নাইম লন্ডন বার্নেট কাউন্সিলের স্থায়ী বাসীন্ধা ও একজন সফল ব্যবসায়ী। নাফিসের দাদা প্রয়াত আব্দুর রৌপ জিতু মিয়া ছিলেন একজন নিষ্ঠাবান স্কুল শিক্ষক ও খ্যাতিমান ফুটবল খেলোয়াড়। তিনি ‘জিতুমিয়া মাষ্টার’ হিসেবে সর্বজনে সুপরিচিত ছিলেন। ৭০এর দশকে নাফিসের দাদা শিক্ষকতায় অবসর জীবনের দোরগড়ায় পৌঁছে স্বচ্চল জীবনের তাগিদে স্বপরিবারে বৃটেনে পাড়ি জমান এবং এক পর্যায়ে লন্ডনের কেমডেন শহরে স্থিতু হন। তিনি কেমডেনের বাঙ্গালী সম্প্রদায়ের পরিচিতজনদের কল্যাণে সেবামূলক কাজ করে গেছেন আমৃত্যু। কেমডেনের ডঃ মোতমাইম রৌপ তার চতুর্থ ছেলে ও নাফিসের ছোট চাচা।