1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি... - মুক্তকথা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

কমলগঞ্জের দিনলিপি…

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায়
৫৩তম বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। ভোর সাড়ে ৭টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পর্যায়ে বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) শুভ উদ্বোধন করা হয়। দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও শিশুদের জন্য চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ৬ দিন ব্যাপী বিজয় উৎসব পালিত হয়েছে। সোমবার আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়েছে। বিজয় উৎসব উপলক্ষে ফুটবল, ক্রিকেট, সাঁতার, কাবাডি, হাস ধরা, ব্যাডমিন্টন, হাঁড়ি ভাঙা, তৈলাক্ত বাঁশ বেয়ে উপড়ে উঠাসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আমরা দীর্ঘদিন পর মহান বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের একটা বিজয় উৎসব পালন করেছি। এই উৎসব সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন। আমাদের এই উৎসব তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে তুলবে।


জেল থেকে মুক্তির পর পরই আবার জেলগেট থেকে গ্রেপ্তার

জামিনে জেল থেকে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল। গত রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার (১৬ ডিসেম্বর ) পুলিশ তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়। গত রোববার (১৫ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে দুটি মামলার জামিন পান তিনি। সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ থাকে গ্রেপ্তার করে। পরে কুলাউড়া থানার ১২ নাম্বার মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া থানার ১২ নাম্বার মামলায়  ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে আবার পাঠানো হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে।


সিএনজির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সার ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টা উপজেলার শমশেরনগর মোকামবাজার এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত হলে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ব্যবসায়ী আব্দুল মছব্বির (৬৫) শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অটো রিকশায় বাড়িতে যাওয়ার পথে মোকামবাজার এলাকায় সিএনজি অটোরিক্সা পিছন থেকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই মৃত্যুবরণ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস,আই জাকির হোসেন বলেন, ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


লাউয়াছড়ায় বগি রেখে চলে গেল ট্রেন

 

 

আশরাফ আলী॥

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেস (৭২০)-এর ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে পাঁচটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। এর আধা ঘণ্টা পর শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশে রওয়ানা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি আধাঘণ্টা আটকে থাকায় তারা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। তবে এ রোডে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাঁচটি বগি। বিষয়টি ট্রেনের গার্ড চালককে জানানোর পর সঙ্গে সঙ্গে তিনি ট্রেন ব্রেক করে নিয়ে আসেন। সবকিছু মিলিয়ে এখানে ১০ মিনিটের মতো সময় লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

তিনি আরও বলেন, ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশে রওয়ানা দেয়। এতে করে যাত্রীসেবা ৩০ মিনিট বিঘ্নিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT