কমলগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে
সড়ক দুর্ঘটনা, আমাদের দায়িত্ব ও জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা
সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বেড়ে যাওয়ায় কমলগঞ্জে ‘আমাদের দায়িত্ব ও জবাবদিহিতা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৫টায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন (মিল্টন)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান (মারুফ)-এর স ালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো. আশফাকুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও সুজা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ ম মুর্শেদুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান। সভায় আরও উপস্থিত হয়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মতামত ব্যক্ত করেন বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক জয়নাল আবেদীন, সিএনজি মালিক সমিতির নেতা মিজানুল হক স্বপন, প্রভাষক আবু সাদাত মো: সায়েম, সিএনজি চালক সমিতির নেতা নুর মিয়া, সিরাজ মিয়া, রমিজ মিয়া, সারফিন মিয়া প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, পরিবহনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, চালক প্রতিনিধি, চাকুরিজীবি, পরিবহন মালিক প্রতিনিধিসহ নানা পেশার মানুষজন।
সভায় মৌলভীবাজারের সনিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো. আশফাকুজ্জামানসহ অতিথিরা বলেন, বৈধ লাইসেন্স ছাড়া কোন চালক যানবাহন চালাতে পারবেন না। যান বাহন চালানোর সময় মুঠোফোনে কথা বলতে পারবেন না। যানবাহন চালানোর পূর্বে প্রশিক্ষণ তিনে হবে। স্কুল কলেজ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অবৈধভাবে পার্কিং করা যাবে না। সড়কধারের অবৈধ স্থাপনা নিজেরাই অপসারণ করে নিতে হবে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনে পুলিশ প্রশাসন থেকে নিয়মিত তদারকি করা হবে। আর দূর্ঘটনা প্রতিরোধের জন্য জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যানবাহন চালক, সাংবাদিক ও সর্ব সাধারণের সচেতন হয়ে নিজ দায়িত্ব পালন করতে হবে। তাহলেই ধীরে ধীরে সড়ক দূর্ঘটনা অনেকটা কমে আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার অর্জন করায় কমলগঞ্জে স্বাস্থ্যকর্মীদের
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার অর্জন করায় মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) ও স্বাস্থ্য সহকারীবৃন্দের আয়োজনে এক আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) অতুল চন্দ্র দেবের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আশরাফুল আলমের স ালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: মানস কান্তি সিংহ। আলোচনায় অংশ নেন সহ: স্বাস্থ্য পরিদর্শক আঞ্জুমান আরা রুবি, স্বাস্থ্য সহকারী অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, তোফায়েল আহমদ, সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক আনন্দ র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
|