মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। গতকাল(১৪মে) রোববার বিকেলে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বেগম আইভি রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার জেলা শাখার চেয়ারম্যান রেজিয়া রহমানের সভাপতিত্বে এবং জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাক ড. উর্মি বিনতে সালাম। বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো: আজম খান প্রমূখ।
গতকাল(১৪মে) রোববার দুপরে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষযক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাক ড.উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আকতার।
বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী মোর্শেদা আকতার তান্নী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক,নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রাতনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত মা’সহ অনেকে উপস্থিত ছিলেন দিবসের তাৎপর্যের উপর কাবিতা আবৃতি, সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
”সুবর্ণজয়ন্তীর অঙ্গিকার পরিকল্পিত জীবন হোক সবার, এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জীবন বীমা কর্পোরেশনের ৫০পুর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(১৪মে) রোববার দুপুরে জীবন বীমা কর্পোরেশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষযক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাক ড. উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের জেলা শাখার ইনচার্জ ও ডেপুটি ম্যানেজাার দেবাশীষ পাল।
বক্তব্য রাখেন রাজনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো ইকবাল, জীবন বীমা কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক মো: সামছুদ্দীন, বীমা কর্মকর্তা কল্যান সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ,স,ম,সালেহ সোহেল প্রমূখ।
আলোচনা সভায় বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি সুশীল সমাজের প্রাতনিধি, সাংবাদিকগন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।