এভাবে প্রকাশ পেতে লাগলো তার বৈরাগ্যভাব। হাছন রাজা সম্পূর্ণ বদলে গেলেন। জীব-হত্যা ছেড়ে দিলেন। ডাকসাইটে রাজা এককালে ‘চন্ড হাছন’ নামে পরিচিত হয়ে উঠেছিলেন। কিন্তু এবার তিনি হলেন পুরোটাই বিপরীত। এমনটাই বিপরীত যে তার এক গানে সেই আক্ষেপের হাহাকারধ্বনি প্রতিধ্বনিত হয়েছে এ ভাবে-
“ও যৌবন ঘুমেরই স্বপন
সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন।”
পরিণত বয়সে তিনি বিষয় সম্পত্তি বিলিবণ্টন করে ফকিরী-জীবন যাপন করেন। এক সময় তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়- হাসন এম.ই. হাই স্কুল থেকে শুরু করে অনেক ধর্ম প্রতিষ্ঠান ও আখড়া। ১৯০৭ সালে তাঁর রচিত ২০৬টি গানের একটি সংকলন প্রকাশিত হয়েছিল। এই সংকলনটির নাম ছিল ‘হাসন উদাস’। এর বাইরে আরো কিছু গান ‘হাসন রাজার তিনপুরুষ’ এবং ‘আল ইসলাহ্’ সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ধারণা করা হয়, তাঁর অনেক গান এখনো সিলেট-সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে। তার বহু গান বিলুপ্ত হয়ে গেছে। ‘সৌখিন বাহার’ পদ্যছন্দে রচিত হাসনের অপর গ্রন্থ। এই পুস্তকের আলোচ্য বিষয হল- ‘স্ত্রীলোক, ঘোড়া ও কুড়া পাখির আকৃতি দেখে প্রকৃতি বিচারের বিষয়।
এ পর্যন্ত পাওয়া হাছন রাজার গানের সংখ্যা ৫৫৩টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশী ছিল।
সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘হাসন রাজার অসাম্প্রদায়িক চেতনার গান কম গাওয়া হয়। ভাববাদ ও আধ্যাত্মিক গান বেশি চর্চা হয়। সবকিছুই গাইতে হবে, না হয় হাসন রাজাকে জানা হবে কম।’
হাসন রাজার প্রপৌত্র, হাসন রাজা মিউজিয়ামের পরিচালক সামারিন দেওয়ান বলেন, হাসন রাজাকে স্থানীয় শিল্পকলা একাডেমির আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি হাসন রাজাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানান।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী জানান, জানুয়ারিতে হাসন রাজাকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসব হবে। হাসন রাজার গান সংরক্ষণের উদ্যোগ নিয়েছে শিল্পকলা কর্তৃপক্ষ। মরমি কবি হাসন রাজার ১৬৭তম জন্মদিন উপলক্ষে হাসন রাজা ফাউণ্ডেশনের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল সাড়ে চারটা থেকে হাসন উৎসব অনুষ্ঠিত হবে। এতে বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহিদুল কবির, কামরুজ্জামান রাব্বি, বাউল গরিব মুক্তার, এস বি শাহীন, কানিজ খন্দকার মিতু, অনিকা আক্তার লিমা প্রমুখ সংগীত পরিবেশন করবেন।
পুস্তক ও অন্তর্জাল থেকে সংগৃহীত |