সংবিধানের লঙ্ঘন:
অনুচ্ছেদ ৩৭: শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সভা ও মিছিল করার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
অনুচ্ছেদ ৩৮: সমিতি গঠন বা সংঘ করার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এবং মুক্ত চিন্তা প্রকাশের অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে।
আইনের লঙ্ঘন:
পুলিশ আইন, ১৮৬১: পুলিশ বাহিনীকে তাদের ক্ষমতার সীমানার মধ্যে থেকে দায়িত্ব পালনের আদেশ দেয়।
বঙ্গ পুলিশ প্রবিধান (১৯৪৩): বলপ্রয়োগে সংযম এবং আনুপাতিকতার নীতিকে বাধ্যতামূলক করে।
অস্ত্রহীন ছাত্রনেতার প্রতি এই অমানবিক সহিংসতা কেবল আইন ও ন্যায়বিচারকে অপমান করেনি, বরং গণতন্ত্রের যে মানবিক মূলভিত্তি, তাকেও আঘাত করেছে।
|