1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুলিশি নির্যাতনের বিরুদ্ধে গণমুক্তি মঞ্চের বিবৃতি - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

পুলিশি নির্যাতনের বিরুদ্ধে গণমুক্তি মঞ্চের বিবৃতি

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩ পড়া হয়েছে

একটি ছবি দিয়ে শোভি জিবরাণ নাম স্বাক্ষরিত একটি বিবৃতি আমাদের কাছে এসেছে। বিবৃতিতে কোন ঘটনার উল্লেখ নেই শুধুই একটি ছবি। যেহেতু বিবৃতি এবং নাম স্বাক্ষরিত রয়েছে তাই সকল দায়ীত্ব তাদেরই হওয়ার বিবেচনায় বিবৃতিখানা প্রকাশ করা হলো। বিবৃতিখানা ইমেইল বার্তায় আমাদের কাছে এসেছে ৮জানুয়ারী ২০২৫।
-সম্পাদক

 

পুলিশি নির্যাতনের বিরুদ্ধে গণমুক্তি মঞ্চের বিবৃতি

গণমুক্তি মঞ্চ এক শিক্ষার্থীর ওপর নৃশংস পুলিশি নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানায়। আলোকচিত্রে প্রতিফলিত এই নির্মমতা বাংলাদেশের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর আচরণবিধি উভয়কেই পদদলিত করেছে।

 

 

সংবিধানের লঙ্ঘন:

অনুচ্ছেদ ৩৭: শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সভা ও মিছিল করার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।

অনুচ্ছেদ ৩৮: সমিতি গঠন বা সংঘ করার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।

অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এবং মুক্ত চিন্তা প্রকাশের অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে।

আইনের লঙ্ঘন:

পুলিশ আইন, ১৮৬১: পুলিশ বাহিনীকে তাদের ক্ষমতার সীমানার মধ্যে থেকে দায়িত্ব পালনের আদেশ দেয়।

বঙ্গ পুলিশ প্রবিধান (১৯৪৩): বলপ্রয়োগে সংযম এবং আনুপাতিকতার নীতিকে বাধ্যতামূলক করে।

অস্ত্রহীন ছাত্রনেতার প্রতি এই অমানবিক সহিংসতা কেবল আইন ও ন্যায়বিচারকে অপমান করেনি, বরং গণতন্ত্রের যে মানবিক মূলভিত্তি, তাকেও আঘাত করেছে।

আমাদের দাবি:
১. ঘটনাটির দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত।
২. দোষীদের চিহ্নিত করে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা।
৩. ছাত্রনেতা এবং সক্রিয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
৪. মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতি রক্ষার্থে পুলিশের প্রশিক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনা।
৫. গণতন্ত্রের জন্য নিরাপদ স্থান ও মতপ্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করা।

গণমুক্তি মঞ্চ দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে, এই জাতীয় ঘটনা যদি থামানো না হয়, তবে জনসাধারণের বিশ্বাস হারাবে এবং গণতন্ত্রের ভিত আরও দুর্বল হবে।

আমাদের জাতির ভবিষ্যৎ রক্ষার্থে সরকারকে অবশ্যই আমাদের এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রশ্ন বা অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে শোভি জিবরান
ফোন: +8801312302183 হোয়াটসঅ্যাপ: +353892040750 এ যোগাযোগ করুন। ই-মেইলঃ shovon610@gmail.com

গণমুক্তি মঞ্চ সম্পর্কে আরো তথ্যের জন্য সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুসরণ করুন fb.com/gonomuktimoncho

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT