ট্রাম্পের বিজয় বাংলাদেশের উপর কী প্রভাব ফেলতে পারে;
বাইডেন-ইউনুস সম্পর্ক কি ডোনাল্ড ট্রাম্পের বেলায় একই থাকবে?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে কোন প্রভাব রাখবে কি-না এবং তা বাংলাদেশের পক্ষে থাকবে না-কি বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেবে তাই এখন দেশে আলোচনার শীর্ষে। বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে পারেন। আবার বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কাজের ধরণ-ধারণ বদলে যেতে পারে।
কারণ, যুক্তরাষ্ট্র নিজেদের দেশসহ সারা বিশ্বের স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থায় আস্তাশীল ফলে মার্কিনীদের দেশে ক্ষমতায় যে-ই আসে না কেনো সে ডেমোক্রেট হোক বা রিপাবলিকান হোক অন্ততঃ বাংলাদেশের বিষয়ে তাদের উভয়েরই সুর একই তালে থাকবে। সে বিবেচনা থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইবেন বাংলাদেশে একটি সুস্ট নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসুক এবং এ ভাব থেকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর কমসময়ের মধ্যে নির্বাচনের এক প্রবল চাপ থাকবে।
কেউ কেউ এমনও মনে করছেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহযোগিতার জায়গা কমে আসার আশঙ্কা রয়েছে ব্যাপকভাবে। কারণ ভোটের আগে ট্রাম্প বলেছেন বহির্বিশ্বের রাজনীতিতে নাক গলানো থেকে আমেরিকা ফিরে আসবে। এছাড়াও বেআইনি অভিবাসীদের বের করে দেয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী- এ নিয়ে বাংলাদেশের আশঙ্কা অবশ্যই থাকতে পারে।
এছাড়াও অর্থনীতিতে চাপে থাকায় আমাদের সহযোগিতা দরকার। কিন্তু সে সহযোগীতার ক্ষেত্র খুবই সীমিত হয়ে আসার সম্ভাবনা বেশী হতে পারে। এতো সবকিছুর পরেও প্রধান উপদেষ্টা ড. ইউনুস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা কতটা উদ্যোগী হয়ে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।