1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফুটবলের যাদুকর দিয়াগো মেরাদুনা আর নেই! - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

ফুটবলের যাদুকর দিয়াগো মেরাদুনা আর নেই!

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৯২ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ ফুটবলের যাদুকর, রূপকথার নায়ক দিয়েগো আরমান্দো মেরাডুনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর। ফুটবল জগতে তাকে বলা হতো সময়ের সবচেয়ে সেরা খেলোয়াড়।
আর্জেন্টিনার এই ফুটবল যাদুকর বিখ্যাত ছিলেন ইংল্যাণ্ডের বিরুদ্ধে গোল করার জন্য। তার ওই গোলকরাকে বলা হতো-“হ্যাণ্ড অব গড” গোল। তাকে সর্বকালের ফুটবল রূপকথার নায়ক হিসেবে গণ্য করা হয় বিশ্বব্যাপী।

১৯৮৬সালে আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয় ছিল তারই কারণে। ওই সময় তিনি শ্রেষ্ঠ খেলোয়াড়ের “সোনার বল” উপহার পেয়েছিলেন। ১৯৯০ সালে ইটালিতে অনুষ্ঠিত খেলার চূড়ান্ত পর্বে আর্জেন্টিনাকে তিনিই উঠিয়ে নিয়ে এসেছিলেন। তবে দুঃখজনক হলেও সত্য যে ১৯৯৪ সালের বিশ্বকাপ খেলার সময় মাদকসেবন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে না পারায় তার আন্তর্জাতিক মানের খেলা থেকে বিদায় নিতে হযেছিল।
খেলোয়াড় দিয়াগো মেরাডোনা তার জীবনে তার দেশ আর্জেন্টিনার জন্য যে সুনাম বয়ে এনেছেন তা আজ অবদি অলঙ্ঘনীয়। অন্য কোন ফুটবল খেলোয়াড় তার মত করে নিজের দেশকে এতো উচ্চাসনে উঠাতে পারেন নি। সূত্র: গণমাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT