1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বালু ব্যবসায়ী মখন মিয়া কি সত্যি অবৈধপথে সম্পদ বানিয়েছেন - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

বালু ব্যবসায়ী মখন মিয়া কি সত্যি অবৈধপথে সম্পদ বানিয়েছেন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০০৪ পড়া হয়েছে
শ্রীমঙ্গলে এক বালু ব্যবসায়ীকে অবৈধ সম্পদের মালিক অভিযুক্ত করে আওয়ামীলীগ নেতার পাল্টা সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে মখন মিয়া নামে এক বালু ব্যবসায়ী অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতা ইউসুফ আলীর অভিযোগ।

সম্পদ বলতে প্রথমতঃ ও প্রধানতঃ আমরা ভূমিকেই বুঝে থাকি। এ ভূমিসম্পদ আহরণে জোরজবরদস্তি, মারামারি, খুন-খারাবি  থেকে শুরু করে জালিয়াতি পর্যন্ত নতুন কিছু নয়। অতি আদিম কৌশল মানুষের। অবশ্য একই সাথে এগুলোকে কোন আমলেই সভ্য অনুশীলন বলে বিশ্বমানবের কোন সমাজই স্বীকৃতি দেয়নি। আদি থেকে অদ্যাবদি বিশ্বমানব সমাজ এমন কার্যকলাপকে অমানবিক, স্বেচ্ছাচারী, ধৃষ্টতাপূর্ণ পশুসুলভ আচরণ বলেই নিন্দা করেই আসছে। বিশ্বের অত্যাধুনিক এ সময়ে অবৈধভাবে সম্পদ আহরণের কতই নতুন নতুন পথ বেড়িয়েছে। তার মধ্যে কয়েকটি হল পাহাড় কেটে মাটি বিক্রি, জলমহালে মাছ ধরা, নদী-ছড়ার বালি বিক্রি, গায়ের জোরে অন্যের ভূমি দখল, ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরৎ না দেয়া। এসব কিছুর উপরে নতুন করে যোগ হয়েছে ভূয়া মুক্তিযোদ্ধা সেজে কৌশলে কাজ করে নেয়া। সংবাদ সম্মেলনের বক্তব্য থেকে দেখা যাক মখন মিয়া কিভাবে কি করেছেন।

গত শনিবার (৫ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শহরের মিশন রোড এলাকার মৃত নূর মিয়ার ছেলে মখন মিয়ার বিরুদ্ধে লিখিত বক্তব্যে অবৈধপথে সম্পদ আহরণের এক অভিযোগ তুলে ধরেন স্থানীয় এক আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী।

লিখিত বক্তব্যে ইউসুফ আলী বলেন, মখন মিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে নিজ এলাকা সিলেট কুশাইন গ্রাম থেকে বিতাড়িত হয়ে শ্রীমঙ্গলে আশ্রয় নেন। এরশাদ সরকারের আমলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়েজাবাদ হিলে সরকারি খাস ভূমিতে ভূমিহীনরা দিদারাবাদ ও সুন্দরাবাদ নামে ২টি গ্রাম তৈরী করে বসবাস করে আসছিলেন। মখন মিয়া ও তার লাঠিয়াল বাহিনী তাদেরকে উচ্ছেদ করে সেখানে লেবুর বাগান করেন।

১৯৯২ সালে ওই এলাকার আক্রাম উল্লাহর স্ত্রী মিনারা খাতুনকে মখন মিয়া জোরপূর্বক অপহরণসহ নিখোঁজ করেন। আজ পর্যন্ত মিনারা খাতুনের কোন খোঁজ মেলেনি বলে তিনি জানান। মখন মিয়া ওই এলাকায় ফিনলে টি কোম্পানির ফয়জাবাদ চা বাগানের প্রায় ২০০ একর জমি জবর দখল করে লেবু ও আনারস বাগান গড়ে তুলেছেন।

তিনি উপজেলার উত্তরসুর মৌজাতে বিসিক শিল্প নগরীর পাশে হিন্দু সম্প্রদায়ের ট্রাস্টের নিকট দানকৃত দেবোত্তর সম্পত্তির প্রায় ৩ একর ভূমি জবর দখল করে ফসল উৎপাদন করছেন, হবিবপুর মৌজার ভূমিহীনদের বরাদ্ধকৃত ৩০ একর জমির উপর গড়ে তুলেছেন বিশাল মাছের ফিশারী। শহরের সেন্ট্রাল রোডে পরিত্যক্ত(প্রাক্তন শত্রু সম্পত্তি) সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া আদায় করছেন। এছাড়া তিনি সরকারের ৮১ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে উপজেলার তিনটি ছড়া থেকে মেশিন দিয়ে প্রতিদিন অবৈধ উপায়ে লক্ষ লক্ষ টাকার বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করছেন বলে তিনি জানান।

ইউসুফ আলী আরও বলেন, মখন মিয়া ও তার সহযোগি ফুল মিয়া পরিবেশ বিপর্যয় ঘটিয়ে ছড়ার স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত করে বাঁধ দিয়ে মাটি ও বালু উত্তোলন করে মানুষের ফসলি জমি, ব্রিজ, কালর্ভাট ও রাস্তা ঘাটের ক্ষতি সাধন করছেন। এ ব্যাপারে মখন মিয়া ও ফুল মিয়ার এ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে তিনি লিখিতভাবে প্রশাসনের নিকট অভিযোগ করেন। তার এসব অভিযোগের কারনে ফুল মিয়া, মখন মিয়া ও তাদের সন্ত্রাসী বাহিনী গত ৮ জুলাই সাইটুলা এলাকায় ইউসুফ আলীর আত্মীয় জালাল মিয়াকে হামলা করে আহত করেন। তিনি বলেন, তাদের এসব অবৈধকর্মকান্ডের প্রতিবাদ করায় মখন মিয়া গত ১০ জুলাই তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলন করেন। তিনি ফিনলে টি কোম্পানি ও প্রশাসনের নিকট জোর দাবি জানান, মখন মিয়ার কবল থেকে সরকারি খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের পুনবার্সন করতে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি পেশা কয়েকশ স্থানীয় লোকজনসহ আরও উপস্থিত ছিলেন ফয়জাবাদ হিলের ভিকটিম মিনারা বেগমের স্বামী আক্রাম উল্লাহ, তার ছেলে লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা আবু শহিদ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা এম এ মতলিব, মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জণ, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা ফটিক মিয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও ব্যবসায়ী মুছাব্বির আল মাসুদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মখন মিয়া এসব অভিযোগ অস্বীকার করে ইউসুফ আলীর বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন বলে জানান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত দায়িত্বে) সহকারী কমিশনার সন্দ্বীপ কুমার তালুকদার জানান, ভূমিহীনদের নামে বরাদ্দকৃত জায়গা কেউ দখলে রাখতে পারবে না, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT