আকবর আলী সম্পর্কে লাঠিটিলা এলাকার মুক্তিযোদ্ধা বাবুল মিয়া বলেন, আকবর যুদ্ধের সময় শহীদ হন। যুদ্ধ চলাকালিন সময়ে আমি তখন ৪নং সেক্টরে ছিলাম। সেখানে আকবর আলী মেজর শরীফুল হক ডালিম সহ সঙ্গীয় ফোর্সের সাথে ছিল। তিনি যুদ্ধে সাহায্য করার জন্য একটি বড় গাছে উঠেন। গাছে যুদ্ধের যন্ত্রপাতি ব্যবহারের জন্য। ঠিক তখনি পাকবাহিনী গাছটিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে তখন ঘটনাস্থলে নিহত হন তিনি। শহীদ আকবর আলী সম্পর্কে আমি নয় শুধু উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক সহ জুড়ীর সকল মুক্তিযোদ্ধার জানা আছে।
জুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু বলেন, জুড়ী উপজেলায় ৩জন শহীদ মুক্তিযোদ্ধা এখনও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাননি। আমি অনেক চেষ্টা করেছি তাদের স্বীকৃতির জন্য। এক্ষেত্রে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও ভূমিকা পালন করতে হবে। সরকারিভাবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় স্বীকৃতি দিতে হবে। তবে আমি যতদিন আছি তাদের স্বীকৃতির জন্য কাজ করে যাব।
তিনি বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মুমিত আসুক জায়ফরনগর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল নুর এর নামে একটি প্রাথমিক বিদ্যালয় ও সাগরনাল ইউনিয়নের আব্দুর রহিম চৌধুরীর নামে আরেকটি প্রাথমিক বিদ্যালয় করেন। অথচ গোয়ালবাড়ী ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা এই আকবর আলীর নামে কিছু হয়নি। শুনেছি আকবর আলীর কবরটিও অবহেলায় অযত্নে পড়ে আছে।
জুড়ী উপজেলা নির্বাহি অফিসার সোনিয়া সুলতানা বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এটি কোন পর্যায়ে আছে আমি তার পরিবার বা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যিনি ছিলেন তাদের কাছ থেকে কখনও শুনিনি। তবে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে আমার পক্ষ থেকে যতটুকু করার তা আমি করব।
|