1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

বিলেতে বাঙ্গালী…

বিশেষ প্রতিবেদক॥
  • প্রকাশকাল : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

স্বাধীনতা ট্রাস্টের রজতজয়ন্তী পালন


যুক্তরাজ্য ভিত্তিক স্বাধীনতা ট্রাস্ট গত ৫ মার্চ ২০২৫ তারিখে রাসেল গ্রুপ প্রতিষ্ঠান, কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন করেছে। ২৫তম বার্ষিকী উদযাপন মেলাটি ছিল কুইনমেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থীদের সহযোগিতায়।

এই অনুষ্ঠানে ছিল বাংলা বোর্ড গেমস, মোহাইমেন কাউনাইন এবং শোফা মিয়ার স্ট্যান্ড-আপ কমেডি, জুলি বেগমের সাথে প্রশ্নোত্তর পর্ব ও আলতাব আলী স্টোরির একটি চলচ্চিত্র প্রদর্শন, নতুন করে ডিজাইন করা ওয়েবসাইট, প্রকাশনা, প্রদর্শনী এবং বক্সার রুকসানা বেগমের সাথে একটি সাক্ষাৎকার।

মেলাটি ৫ মার্চ ২০২৫ তারিখে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুইন মেরি ইউনিভার্সিটি -এর আর্টস ওয়ান বিল্ডিং-এ অনুষ্ঠিত হয়। উপবাসের মাসে অনুষ্ঠিত হওয়ায়, দিনের অনুষ্ঠানের সমাপ্তিতে ইফতার পরিবেশন করা হয় এবং স্বাধীনতাট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একটি কেক কাটেন।

 

উদ্বোধনী বক্তব্য রাখেন স্বাধীনতা ট্রাস্টের পরিচালক আনসার আহমেদ উল্লাহ, ‘কিউএম সেন্টার ফর ক্রিয়েটিভ কোলাবোরেশনের আর্টস অ্যান্ড কালচার’ ম্যানেজার অ্যালেক্স মেহতা ব্রাউন, স্বাধীনতা ট্রাস্টের পৃষ্ঠপোষক অধ্যাপক জন ইড।

বক্তারা স্বাধীনতা ট্রাস্ট সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন, এটি একটি কমিউনিটি  ভিত্তিক বাঙালি সংগঠন যা তরুণ এবং বৃহত্তর সম্প্রদায়ের কাছে বাঙালি ইতিহাস ও ঐতিহ্য প্রচার করে। সংগঠনটি গত ২৫ বছর ধরে শিক্ষাবিদদের সাথে কাজ করে আসছে, যুক্তরাজ্যের স্কুল, কলেজ, ক্লাব এবং কমিউনিটি সেন্টারে তরুণ বাঙালিদের জন্য সেমিনার, কর্মশালা, প্রদর্শনী এবং শিক্ষামূলক সাহিত্য প্রদান করে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন কার্যক্রম এবং অনুষ্ঠান চালিয়ে যেতে এবং স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্বে নতুন প্রকল্প ডিজাইন এবং বাস্তবায়ন করতেও তারা আগ্রহী।



ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শহীদ দিবস পালন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের পিউর চায় এর কনফারেন্স হল রুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, জগন্নাথপুরটাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইকরা টিভির উপস্থাপক কবি সাংবাদিকমিজানুর রহমান মীরুর পরিচালনায় মহান শহীদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতাপালন করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন গবেষক- সাংবাদিক মতিয়ার চৌধুরী ও আনসারআহমদ উল্লাহ। একুশের কবিতা আবৃত্তিতে অংশ নেন স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, ইমদাদুন খান ও আসমা মতিন।

একুশের আলোচনায় বক্তারা বলেন ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনেবাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন, শফিউর রহমান সহ নামনা জানা অনেকে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বলস্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ ঘোষণা দেয় প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করাহবে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। তারিধারিবাহিকতায় রিপোর্টার্স ইউনিটির আজকের এই আলোচনা বিদেশের মাটিতে সার্থক হয়ে উঠুক।

আলোচনায় আরও অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ- সভাপতিজামাল খান, সহ- সভাপতি সাহেদা রহমান, সহ- সভাপতি জুবায়ের আহমদ, সহ সাধারণ সম্পাদক এসকেএম আশরাফুলহুদা, আজিজুল আম্বিয়া, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সুয়েজ, অনুষ্টান ব্যবস্থাপনা সম্পাদক ইমরানমাহমুদ, রেডটাইমস এর আসমা মতিন, রেডটাইমস এর ইমদাদুন খান, সাংবাদিক শাকিল আহমদ সোহাগ, মুরাদ চৌধুরী  ওইউকে বিডি টিভির আব্দুল মমিন প্রমুখ।

বক্তারা আরো বলেন পৃথিবীর সকল মাতৃভাষা রক্ষায় আমাদের কাজ করতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা সর্বত্র শুদ্ধ চর্চাকরতে হবে। বিলেতে আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষার প্রতি পরিচয় করিয়ে তুলতে হবে, শেকড়কে জানাতে হবে।এরজন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজস্ব শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চ্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সেতুবন্ধনগড়ে তুলতে হবে। ভিনদেশীদের মাঝে সাহিত্য সংস্কৃতি তুলে ধরতে হবে।



বিলেতে বেড়ে ওঠা বাঙালি নবপ্রজন্মের জন্যে লন্ডনে প্রভাতফেরী

 

মাতৃভাষার জন্য রক্ত দেয়ার সমৃদ্ধ ইতিহাস বিলেতের বেড়ে ওঠা বাঙালি প্রজন্মসহ বহু ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে লন্ডনে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।
একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ লন্ডন যুক্তরাজ্যর উদ্যোগে গত ২২শে  ফেব্রয়ারি সকালে লন্ডনের আলতাব আলীপার্কে শিশু কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। ‌ প্রভাতফেরীতে বিলেতের ক্রিয়াশীলমুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। প্রভাতফেরী শেষেআলতাব পার্কে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে শিশু কিশোরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আয়োজন পরিষদেরসংগ্রামী আহবায়ক মাহমুদ এ র‌উফ। পরিচালনা করেন আয়োজন পরিষদের সদস্য সচিব শাহরিয়ার বিন আলী। এ সময়উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবেদ আলী আবিদ, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, শাহিদ আলী , আহবাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, নাজনীন সুলতানা শিখা, শানতুইসলাম, জামাল আহমদ খান, আ খ ম চুন্নু , ফেরদৌসী জাহান লিপি, নুরুল ইসলাম, গোপাল দাস, মুনজেরিন রশিদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, অজন্তা রায়, সৈয়দা রওশন আরা আলী ইমন ইফতখারুল হক পপলু, সাইফুল ইসলাম খানপ্রমুখ।

প্রভাতফেরী শেষে নজরুল সেন্টারে সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু কিশোর অংশ নেন। এতে সত্যেনসেন স্কুল অফ পারফর্মিং আর্টস, সোনার তরীইউকে, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে‌ অনুষ্ঠানের সূচনা পর্বে ভাষাআন্দোলনের সমৃদ্ধ ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সংস্কৃতিক সংগঠক ও গবেষক রিয়াদ হোসেন। সাংস্কৃতিকঅনুষ্ঠানে বিলেতের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।



লন্ডনে এবারে একুশের প্রভাতফেরি শনিবার ২২ ফেব্রুয়ারি

এবছর প্রভাতফেরি ও শিশু কিশোরদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় লন্ডনের আলতাব আলীপার্কের শহীদ মিনারে। এরপর নজরুল সেন্টারে দুপুর ১২ থেকে বিকেল পর্যন্ত শিশু কিশোরদের অংশগ্রহণে এবং বিলেতেরবিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

গত ১৯ ফেব্রুয়ারী একুশের প্রভাতফেরি উদযাপন কমিটির উদ্যগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কর্মসূচীঘোষণা করা হয়। মত বিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিলেতের বেড়ে উঠা নব প্রজন্মসহ অপরাপর বহু ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশেরগৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালে থেকে একুশের প্রভাতফেরি আয়োজন করছেসংগঠনটি। বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এবারও উদযাপিত হবে প্রভাতফেরি। যেহেতু মধ্যরাতে দূর দূরান্ত থেকে অনেকেইআসতে পারেননা, বিশেষ করে শিশু কিশোররা আসতে পারেনা আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাতের আয়োজনেরপাশাপাশি সকালবেলা প্রভাতফেরি পালিত হয়ে আসছে। প্রচলিত রীতি অনুযায়ী একুশের দিন ভোরে প্রভাতফেরি হওয়ার কথাথাকলেও বিলেতের আবহাওয়া ও  শিশু-কিশোরদের স্কুলের বিবেচনায় আমরা ২/৪ দিন পিছিয়ে প্রভাতফেরি করে থাকি। অর্থাৎপ্রতিবছর একুশে ফেব্রুয়ারির পরের শনি অথবা রোববার প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

 

শহীদ দিবসে একুশের প্রভাতফেরি ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির মাতৃভাষা রক্ষার আন্দোলন এবংইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হবে নতুন প্রজন্ম এবং অন্যান্য ভাষাভাষি মানুষের কাছে।পরিবেশন করা হবে অমর একুশের গান এবং দেশাত্ববোধক গান।

তাঁরা আহবান জানান একুশের চেতনায় উজ্জীবিত বিলেতের সকল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে শিশু-কিশোরদের সাথেনিয়ে শনিবার ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রভাতফেরি এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক সমাবেশে যোগদান করার।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ও বক্তব্য রাখেন প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধাআবু মুসা হাসান, এডভোকেট আবেদ আলী আবিদ, আনসার আহমেদ উল্লাহ, জামাল আহমেদ খান, আ ক ম চুন্নু, ফেরদৌসী রওশন লিপি,  জুয়েল রাজ,  ইফতেখারুল হক পপলু,  সুশান্ত দাস প্রশান্ত, সাইফুল ইসলাম খান প্রমুখ।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT