1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মার্কিনীদের দেশে বাংগালী... - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

মার্কিনীদের দেশে বাংগালী…

হাকিকুল ইসলাম খোকন॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮০ পড়া হয়েছে

আমেরিকার জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে
৪ বাংলাদেশির বিশাল বিজয়

 

আমেরিকার নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়-জয়কারের মধ্যে চার বাংলাদেশি আমেরিকানেরও বিপুল বিজয় ঘটেছে। এরা সবাই হচ্ছেন যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। এখন পর্যন্ত কোন বাংলাদেশি-আমেরিকান ফেডারেল পর্যায়ে (ইউএস সিনেট অথবা কংগ্রেস) নির্বাচিত হতে পারেননি। এরমধ্যে নিউ হ্যামশায়ার স্টেটের প্রতিনিধি হিসেবে সপ্তম মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)।

এছাড়া ডেমোক্র্যাটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। একই স্টেটে সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মাসুদুর রহমান। পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহাম গৃহীত ভোটের ৬৭% পেয়েছেন। অপরদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরের সন্তান শেখ রহমান চন্দন ৬৭.৬% ভোট পেয়েছেন।

একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫% ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮% ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান। এই চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে প্রবাসীরা উল্লাস করছেন।

বিজয়ীদেরকে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, যুক্তরাষ্ট্র উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এনজেবিডিনিউজ এডিটর মোঃনাসির, সাংবাদিক হেলাল মাহমুদ, বাপসনিউজ সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভুইয়া, আওয়ামী লীগনেতা মাহবুবুর রহমান মিলন, মোঃআলী সিদ্দীকী, এডভোকেট শাহ মোঃবখতিয়ার, ওসমান গনি, বিশ্বজিৎ সাহা, সুহাস বডুয়া হাসু, নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি,  যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার, নারীনেএী কহিনুর আক্তার, পেনসিলভেনিয়ার মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, কমিউনিটিনেতা গিয়াস আহমেদ, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির রিফিউজি কাউন্টির চেয়াপারসন রহিম নিহাল প্রমুখ।

উল্লেখ্য, ৫ নভেম্বর ২০২৪,মংগলবার অনুষ্ঠিত এবারের নির্বাচনে বাংলাদেশি আমেরিকান ভোটারেরাও আগের যে কোন সময়ের তুলনায় বিপুল উপস্থিতি ঘটিয়েছেন ভোট কেন্দ্রে। গাজা-লিবিয়ায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা ডোনাল্ড ট্রাম্পকেও বিজয় দিয়েছেন। রিপাবলিকান পার্টির বিস্ময়কর বিজয়ে প্রবাসীরা অধীর আগ্রহে রয়েছেন অর্থনৈতিক সংকট এবং অশান্তির যন্ত্রণা থেকে তারা শীঘ্রই মুক্তি পাবেন ডোনাল্ড ট্রাম্পের বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব গুণে।


 

বাংলাদেশ সোসাইটির নির্বাচন
সেলিম-আলী প্যানেলের বর্ণাঢ্য বিজয় উৎসব

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ভূমিধস বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের বিজয় উৎসবে বাংলাদেশি কমিউনিটির ঢল নেমেছিলো। গত ১১ নভেম্বর ২০২৪, সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে তিব্বত কমিউনিটি সেন্টারের বিশাল হল রুমে আয়োজিত এই উৎসবে এক প্রকার ‘তিল ধারণের ঠাঁই’ ছিল না।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচিত কর্মকর্তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। শুভেচ্ছা বক্তব্য পর্বে সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, আজমল হোসেন কুনু, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।

 

দ্বিতীয়বারের মত নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: অন্তর্জাল

 

মোহাম্মদ রব মিয়া বলেন, সোসাইটি সভাপতি হিসেবে আমি সবার। নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারাও আমার লোক, আর যারা বিজয়ী হয়েছেন তারাও আমার লোক। সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি বলেন, নির্বাচন শেষ সোসাইটি এখন আমাদের সবার। সোসাইটির যে কোনো প্রয়োজনে তিনি সবসময় এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা দুই প্যানেল থেকে নির্বাচন করেছি। নির্বাচন শেষে এখন আমরা সবাই এক প্যানেলের। এখন আর সেলিম-আলী বা রুহুল-জাহিদ প্যানেল নয়, সবাই বাংলাদেশ সোসাইটির প্যানেল। তিনি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাসহ তার প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং এজন্য সকল বাংলাদেশির সার্বিক সহযোগিতা কামনা করেন।

নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সোসাইটির সম্মানিত ভোটাররা ভোট নিয়ে সেলিম-আলী প্যানেলের সকল প্রার্থীকে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন তার জন্য আমরা সবার কাছেই কৃতজ্ঞ।

শাহনেওয়াজ তার বক্তব্যে সেলিম-আলী প্যানেলেকে নির্বাচিত এবং বিজয় উৎসব অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সবশেষে ছিলো নৈশভোজের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব পরিচালনায় ছিলেন সোসাইটির নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিক রাজ।

সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ দোয়া পরিচালনা করেন সোসাইটির নবনির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। গীতা থেকে পাঠ করেন সানি গোপ। বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায়। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


 

পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় বাংলাদেশ—ট্রাম্পের নিন্দা

বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে(সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা (সংখ্যালঘুরা) বিভিন্নভাবে হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি বেশ আক্রমণাত্মক ভাষায় বলেন, চলমান সহিংসতায় সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রক্ষার বিষয়টিকে বাইডেন-কমলা প্রশাসন উপেক্ষা করে গেছে।

বাংলাদেশ প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশটি পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার বস জো বাইডেন সারা বিশ্বের এবং যুক্তরাষ্ট্রের হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি অবজ্ঞার মনোভাব পোষণ করেছে।

 

 

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, যারা হামলা ও লুটতরাজের শিকার হচ্ছেন, তাদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটি পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন, ‘আমার দৃষ্টিসীমায় থাকলে এমন ঘটনা ঘটত না। কমলা ও জো সারা বিশ্বের এবং যুক্তরাষ্ট্রের হিন্দুদের অবজ্ঞা করেছেন। ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন এবং আমাদের নিজেদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত তারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।’

ট্রাম্প বলেন, তার প্রশাসনের অধীনে ধর্মবিরোধী এজেন্ডা ও উগ্র বামপন্থিদের হাত থেকে হিন্দু আমেরিকানদের রক্ষা করা হবে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমার প্রশাসনের অধীনে ভারতের সঙ্গে অংশীদারত্বকে আরও বলিষ্ঠ করা হবে। পাশাপাশি আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক হবে আরও শক্তিশালী।’

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও বলেন, আমি কর কমিয়ে দেবো, নিয়ম-নীতির কাটছাঁট করব এবং ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতি উপহার দেবো। আমরা আবারও তা করব, যা হবে আগের চাইতে আরও বড় ও ভালো এবং সবচেয়ে ভালো। আমরা আমেরিকাকে আবারও মহান হিসেবে প্রতিষ্ঠিত করব।’

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবাইকে দিওয়ালির শুভেচ্ছা। আমি আশা করি, আলোর এই উৎসব খারাপের বিরুদ্ধে ভালোর বিজয়কে নিশ্চিত করবে।’

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT