1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার পৌরসভার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা - মুক্তকথা
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার পৌরসভার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০৩৫ পড়া হয়েছে

২০২২-২০২৩ অর্থ বছরে ২৬০ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৫৮৭ টাকা ১৪ পয়সা’র বাজেট ঘোষণা করেছে মৌলভীবাজার পৌরসভা। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৬৮লাখ ৪৬হাজার ৪৬১ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯৯লাখ ২১হাজার ৩২৭ টাকা।

উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ২৪৬ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৭৭৭ টাকা, ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৭৭৭টাকা এবং মূলধনী হিসাব ১ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৩৪৮ টাকা মূলধনী ব্যয় ১কোটি ৩৯লাখ ৬৮ হাজার ৩২৭ টাকা। রোববার দুপুরে পৌরসভা সভা কক্ষে মৌলভীবাজার পৌরসভার বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।

এসময় তিনি মৌলভীবাজার পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকা- তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যম-িত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

এতে উপস্থিত ছিলেন- কাউন্সিলর মোঃ নাহিদ হোসেন, ফয়ছল আহমদ, এডভোকেট পার্থ সারথী পাল, মোঃ আনিসুজ্জামান বায়েছ, নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি বেগম, নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান ও হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব প্রমুখ।

এছাড়া জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT