অভিশংসক বা সরকার পক্ষ(প্রসিকিউটর) আদালতে বলেন যে একটি পার্কে একটি খুন হয়েছে সেই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এটি একটি অভিযোগ মাত্র। আমি বলবো মামলাটি কেন্দ্রীয় ফৌজদারী আদলতে(সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, অল্ড বেইলি) পাঠানো হোক।
সেলামাজের উকিল বলেছেন তার মক্কেল এ হত্যা ঘটনা বিষয়ে কিছুই জানেন না জানিয়েছেন। দু’জন পাহাড়াদারসহ সেলামাজকে কোর্টে হাজির করা হয়েছিল। আদালতে জজ সেলামাজকে বলেন যে তোমার জন্য আমাদের একজন দু’ভাষী আছেন কিন্তু তোমার মামলাকে ‘কেন্দ্রীয় ফৌজদারী আদলত’-এ পাঠানো হচ্ছে। তোমার জামিনের শুনানী আগামী ৩০ সেপ্টেম্বর ওখানেই হবে এবং পুরো মামলার শুনানী শুরু হবে আগামী ২৬ অক্টোবর। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তোমাকে আদালতের হেফাজতে থাকতে হবে।
এ হত্যা ঘটনার পর, একটি পাতলা রংয়ের নিশান মিক্রা ঘটনাস্থল থেকে প্রায় আধামাইল দূরে পাতায় ঘেরা একটি আবাসিক এলাকার রাস্তায় পেয়ে পুলিশ জব্দ করেছে।
|