লন্ডন: ফের জঙ্গি ডেরার সন্ধান বাংলাদেশে। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িতে বুধবার সন্ধ্যায় অভিযান শুরু করেছে সোয়াট। অভিযানের পরে ওই এলাকায় গুলির মুহূর্মুহূ শব্দ শোনা গেছে। গুলির শব্দের মধ্য বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ঈগল হান্ট’। ভোর সাড়ে পাঁচটা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিস। বাড়িটির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, বাড়িটিতে এক দম্পতি এবং তাঁদের দুই শিশু সন্তান রয়েছে। সন্দেহভাজন জঙ্গির নাম আবু। আশপাশের বাড়ি থেকে লোকজনকেও সরিয়ে নেওয়া হয়েছে। বাড়ি মালিকের ছেলে ও আবুর মায়ের কাছ থেকে পুলিস জানতে পেরেছে, আবুর পরিবার ছাড়াও বাড়িতে আরও দু’জন থাকতে পারে। বিকেলে আবুর চাচি চামেলি বেগম, ছোট ভাইয়ের স্ত্রী রুনা বেগমকে নিয়ে তাঁর মা ওই বাড়ির দরজার সামনে যান। মাইকে তাঁরা আবুকে বাড়ির বাইরে আসার কথা বলেন। এরপরেই সন্ধ্যায় ‘ঈগল হান্ট’ নামে অভিযান শুরু করে সোয়াট। ঘটনাস্থল এসে উপস্থিত হন জেলা পুলিস সুপার টি এম মোজাহিদুল ইসলাম। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘বুধবার সন্ধ্যায় অভিযান শুরু হয়েছে। অভিযানের শুরুর পরে ওই বাড়ির ভেতরে দুটো বিষ্ফোরণ ঘটিয়েছে বাড়িতে থাকা ব্যক্তি।’ অভিযানের নাম ‘ঈগল হান্ট’ বলে জানান জেলা পুলিশ সুপার। অভিযানে উপস্থিত কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্তা জানান, ‘ঘিরে রাখা বাড়িতে আবু, তাঁর স্ত্রী, দুই শিশুসন্তান আছে বলে তাঁরা জানতে পেরেছেন। এছাড়াও ভিতরে আরও দু’জন থাকতে পারে বলে আমাদের সন্দেহ। বাড়িটি ঘিরে ফেলার পর পুলিসকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিসও পাল্টা গুলি ছুড়েছে।’ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাজশাহির একটি এলাকার কয়েকটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছিল পুলিস। তবে সেখানে কোনও জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। -সংবাদপত্র থেকে