মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট সেতুর কাছে গাড়ী চাপায় অঞ্জনা(আমগীর আহমদ) নামের তৃতীয় লিঙ্গধারী(হিজড়া) একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় সময় চাঁদনীঘাট সেতুর কাছে সংঘবদ্ধ একটি হিজড়া দল বিয়ে গাড়ী আটকিয়ে চাঁদা আদায় সহ নানা ঝামেলায় জড়িয়ে পড়তো।
ঘটনার রাতে হিজড়ার একটি দল সংঘবদ্ধ হলে স্থানীয়রা দেখে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে অঞ্জনা নামের ওই হিজড়ার মৃত্যু হয়। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীঙ্গরপুর গ্রামে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসীনুল হক রোববার জানান যে, তাদের ধারণা ওই লোক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। তবে, টাকা-পয়সা নিয়ে অন্য একজনের সাথে মৃতব্যক্তির ঝামেলা হয়েছে, এটাও দূর্ঘটনার আরেকটি কারণ হতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে সব কিছু জানা যাবে।
|