1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১১জন সফল বৃটিশ-বাংলাদেশীকে ভার্চুয়েল সভার মাধ্যমে সম্বর্ধনা - মুক্তকথা
রবিবার, ১২ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

১১জন সফল বৃটিশ-বাংলাদেশীকে ভার্চুয়েল সভার মাধ্যমে সম্বর্ধনা

নাজমুল সুমন॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৪৫২ পড়া হয়েছে
বৃটেনের রাজনীতিতে সফল বাঙালী কমিউনিটির ১১ জন ব্যক্তিকে বৃটিশ বাংলাদেশ কমিউনিটির উদ্দ্যোগে ভার্চুয়াল সভার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর জবাবে সম্বর্ধিতগন আয়োজক ও অংশগ্রহনকারীদের অভিনন্দন জানান।

গ্রেট বৃটেনের স্কটিশ পার্লামেন্টের নব-নির্বাচিত প্রথম বাঙালি এমএসপি ও বৃটেনের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত মেয়র, ডেপুটি মেয়র ও ডেপুটি লিডার সহ বৃটেনের রাজনীতিতে সফল ১১জন ব্যক্তিত্বকে এক ভার্চুয়েল সভার মাধ্যমে সম্মানিত করা হয়।

‘বৃটিশ বাংলাদেশ কমিউনিটি  কাউন্সিল’ এর পক্ষ থেকে গত ৬জুন রোববার ইউকে সময় বিকাল ৫ টায় ইউকে বিডি টিভি এ আয়োজন করে। ‘বহির্বিশ্বে বাঙালিদের অগ্রযাত্রা শীরনাম’-এ  আয়োজিত উক্ত ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্টান বিশিষ্ট জনদের উপস্থিতিতে সফলতার ভিন্ন মাত্রা পায়।

সংবর্ধিতগন হলেন-
স্কটিশ সংসদের নব- নির্বাচিত প্রথম বাঙালি এমএসপি ফয়ছল আহমেদ চৌধুরী, লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন, লন্ডন বারা অব ক্রয়ডন এর মেয়র শেরওয়ান চৌধুরী; নিউক্যাসল কাউন্সিলের লর্ড মেয়র  হাবিব রহমান, মালডন টাউন কাউন্সিল’ এর মেয়র আব্দুল হাফিজ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার জেনিথ রহমান; লন্ডন বারা অব রেডব্রীজ এর ডেপুটি মেয়র জোৎস্না ইসলাম, লন্ডন বারা অব নিউহ্যাম এর ডেপুটি চেয়ার মমতাজ খান,  সুইনডন বারা কাউন্সিল এর ডেপুটি মেয়র আব্দুল আমিন; ম্যানচেস্টার  সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লূতফুর রহমান ও রচডেল কাউন্সিলের ডেপুটি লিডার আলী আহমদ।

ফয়সল চৌধুরী
জেনিথরহমান আব্দুল হাফিজ হাবিব রহমান শেরওয়ানচৌধুরী আহবাব আহমদ
আলী আহমদ লুৎফুর রহমান আব্দুল আমীন মমতাজ খান জোৎস্না রহমান

উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, ইউকে বি সিসি আই এর প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ইকবাল আহমদ ওবিই, ইউকে বি সি এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী এম এ মুনিম; হি বি এফ সি আই এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, ইউকে বি সি সি আই এর ডিজি সাইদুর রহমান রেনু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক; যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলার এম এ রহিম সি আই পি, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী; নিউহ্যাম লেবার পার্টি পলিটিক্যাল সেক্রেটারি লুতফুর রহমান সায়েদ, লন্ডন বারা অব রেডব্রীজ এর কাউন্সিলার সাম ইসলাম, বারকিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলার ফয়জুর রহমান চৌধুরী; দেশ ফাউন্ডেশনের সভাপতি মিসবাউর রহমান, কার্ডিফ কমিউনিটি লিডার আলী আকবর, সুইনডন কমিউনিটি লিডার ফজলুর রহমান আকিক; ম্যানচেস্টার কমিউনিটি লিডার আলহাজ্ব সুরাবুর রহমান, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান;  ইউকে বিডি টিভির কর্যক্রম পরিচালক(প্রোগ্রাম ডিরেক্টর) হেলেন ইসলাম, লেবার এক্টিভিষ্ট হামিদা ইদ্রিছ মুক্তা, ব্যারিস্টার মাসুদ চৌধুরী ও সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ বক্তাবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী অসিমা দে, জনপ্রিয় শিল্পী বনানী পোদ্দার, নব প্রজন্মের শিল্পী তানজিম বিন তাজ প্রত্যয়; তোরা দে ও মিশেল দে সহ অন্যান্য শিল্পীবৃন্দ।

অনুষ্ঠান চলাকালে সংবর্ধিত অতিথিবৃন্দের সম্মানে সাংস্কৃতিক সংগঠক ও কবি  নিলরুবা খানম সুমি তাৎক্ষণিক ‘সোনার ছেলেরা’ শীরনামে একটি কবিতা লিখে চমক দেখান। তার কবিতাটি হচ্ছে-

“বীর বাঙ্গালী বীরের জাতি।
আয় দেখে যা দেখবি কে?
দেশের মাটি ছাড়িয়ে এরা শাসন করছে বিশ্ব কে।
এই আসরের জ্ঞানী গুনি; তাদের কে সালাম,
বহির্বিশ্বে বাঙ্গালীদের বাড়িয়েছেন সুনাম।”

অনুষ্টানে সকল বক্তারা সংবর্ধিত অতিথিবৃন্দকে প্রানঢালা অভিনন্দন জানিয়ে বলেন- আমরা আপনাদের সবাইকে নিয়ে গর্ব বোধ করি। বহির্বিশ্বে বাঙ্গালীদের মূখ উজ্জ্বল করেছেন ওরা ১১ জন উল্লেখ করে বক্তারা কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আরও বলেন যে  আগামী দিনের বৃটেন হবে আমাদের। আমরা আরো সফলতার উচ্চ আসনে আরোহন করতে পারব। একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে আমাদের কমিউনিটিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বআরোপ করেন। এবং নব প্রজন্মের সন্তানদের বৃটেনের মূলধারার রাজনীতিতে আর ও সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

উক্ত ভার্চুয়েল সভায় সভাপতিত্ব করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও বৃটিশ বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের নেতা মোহাম্মদ মকিস মনসুর এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম(লিংকন) এর উপস্থাপনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT