1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২০২৪ সালে কেমন ছিল আমাদের মলইবাজার - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

২০২৪ সালে কেমন ছিল আমাদের মলইবাজার

মেহেদী হাসান॥
  • প্রকাশকাল : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৬ পড়া হয়েছে

 

সাংবাদিক এস এম মেহেদী হাসানের
সংগ্রহে ২০২৪ সালের মলইবাজার

আজ বুধবার ২০২৫ সালের প্রথম দিন। পুঞ্জিকার পাতা পাল্টে গেল। নতুন বছরের সূচনা। ২০২৪ সালে মৌলভীবাজারের কিছু আলোচিত ঘটনা তুলে ধরার প্রয়াস। ২০২৪ সালে সোমবার দিয়ে দিনটি শুরু হয়েছিল এবং বছরের শেষ দিনটি ছিল মঙ্গলবার। কেমন গিয়েছে সে বছরটি। কেমন ছিল এ বছরটি। কি কি ঘটনার সংবাদ হয়েছিল। তবে অনেক ঘটনা সংবাদের পাতায় উঠেনি। কিংবা উঠলেও হারিয়ে গেছে।

মৌলভীবাজারের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পুরো বছরের গুরুত্ববহনকারী ঘটনাবলী সংগ্রহ করে
এ বছরটি ছিল এক রহস্যের বছর। ইতিহাসের পাতায় বাংলাদেশের নাম থাকবে অনন্তকাল। বছরের শুরুতেই ছিল জাতীয় নির্বাচন। আমেজহীন এই জাতীয় নির্বাচন দিয়েই শুরু হয়েছিল এ বছর। বছরটি পার হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্য দিয়ে। সেই নির্বাচনে আওয়ামীলীগসহ নামসর্বস্থ কয়েকটি দল অংশ নেয়। নির্বাচনে দেশের বৃহত্তম দল বিএনপিসহ অনেক দলই অংশ নেয়নি। অনেকের কাছে এটা ডামি নির্বাচন হিসেবেও বিবেচিত ছিল।

বছরের শুরুতেই সারা দেশের মত মৌলভীবাজারেও যে বিষয়টি উত্তাপ ছড়িয়েছিল, সেটি ছিল দ্বাদশ নির্বাচন ২০২৪। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী ছিলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আস্থাভাজন, শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। আওয়ামীলীগের মুলধারা সুর তুলেছিল, মোহাম্মদ জিল্লুর রহমান ছিলেন এক সময়ের ছাত্রদল নেতা। এ নিয়ে জেলা আওয়ামীলীগের মধ্যে বিরোধ চরম আকার নেয়। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠন জিল্লুর রহমানের বিরোধীতা করে। জেলা আওয়ামীলীগ উপরে তদবির করেও কোন সুবিধা পাননি। শেষ পর্যন্ত জেলা আওয়ামীলীগের চার খলিফাখ্যাত নেতা এক টেবিলে বসেন। সেই টেবিল বৈঠক থেকে ঘোষনা দেন, তাদের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য যুক্তরাজ্য প্রবাসী এম এ রহিম। কিন্তু হেভিয়েট প্রার্থী জিল্লুর রহমান ক্ষমতা খাটিয়ে এম এ রহিমের প্রার্থীতা বাতিল করতে সক্ষম হন বলে অনেকেই মনে করেন। উচ্চ আদালত পর্যন্ত লড়েও হেরে যান এম এ রহিম।

ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড। ছবি সংগৃহীত

জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত সংবাদপত্রের পাতায় যেসব বিষয় ফুটে উঠেছিল।
৫ জানুয়ারি: মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার(৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে সারাদেশের মতো মৌলভীবাজার জেলার ৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ ছিল।
২১ জানুয়ারি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমকে আটক করে পুলিশ। রোববার(২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
১২ ফেব্রুয়ারি: জিআই অনুমোদন পেল আরও ৪ পণ্য; তারমধ্যে মৌলভীবাজারের ২টি। সোমবার(১২ ফেব্রুয়ারি) আরও ৪টি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক(জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। এ পণ্য ৪টি হলো: মৌলভীবাজরের আগর, মৌলভীবাজারের আগর-আতর, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, এবং মুক্তগাছার মন্ডা।
২০ মার্চ: মৌলভীবাজার জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামির সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে বাদীর বিয়ে সম্পন্ন হয়।
২৩ মার্চ: নানা অনিয়ম ও সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
২৮ মার্চ: মৌলভীবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের ভেতর থেকে অভিনব কায়দায় টাকা নিয়ে চম্পট।
৪ এপ্রিল: মৌলভীবাজারের জুড়ীতে বিদুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু। সেই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পল্লী বিদ্যুৎ সমিতির(পবিস) তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
৩০ এপ্রিল: ১৫৩ রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধন তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

পানিতে চুবিয়ে মা মেরে ফেলে নিজের এ শিশু দু’টিকে। ছবি সংগৃহিত

১৫ মে ২০২৪: মৌলভীবাজারে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের মৃত্যুদন্ড। দন্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার ছিক্কা গ্রামের মজমিলের ছেলে আবারক মিয়া(২২) ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া(৪০)।
২০ মে: মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে গণপিটুনি খেয়েছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছালেক মিয়া।
২ জুন: মৌলভীবাজার শহরের চুবরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র জিসান খুন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হন।
২০ জুন: মৌলভীবাজারে বন্যায় ৪৫০টি গ্রাম প্লাবিত: খোলা হয়েছে ৯৮টি আশ্রয় কেন্দ্র। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়ে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি।
২৫ জুলাই: মৌলভীবাজারে ১২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল। দেশব্যাপী চলমান কারফিউ মৌলভীবাজার জেলায় ১২ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। এতে করে স্বস্থিতে চলাচল করছেন জনসাধারণ। বৃহষ্পতিবার ভোর ৬টা থেকে মৌলভীবাজার জেলায় কারফিউ শিথিল করা হয়।
০৪ আগষ্ট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নেন, আওয়ামীলীগ বিরোধী ছাত্র-জনতা। যে যার যার অবস্থান থেকে সংহতি জানান। ছাত্র-জনতার উপর হামলা করে বিগত সরকারের কতিপয় নেতাকর্মী। মৌলভীবাজার চৌমহনা পয়েন্টে হামলার সময় কয়েকজন সংবাদকর্মীর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। মৌলভীবাজারে বেশ কিছু গাড়ি-মোটর সাইকেল ভাংচুর করা হয়।
০৫ আগষ্ট: দুপুর ১টা পর্যন্ত আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। কিন্তু কিছুক্ষণ পরই তাদেরকে চারিদিক থেকে ঘেড়াও করে নেয় বৈষম্য ছাত্র-জনতা। তখন দিগ্বিদিক করতে থাকেন সাবেক এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা যুবলীগের সভাপতি সুমনসহ হাজারো নেতাকর্মী। আত্মরক্ষার্থে বিভিন্ন বাসায় আশ্রয় নেন।
সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা শহরসহ প্রতিটি উপজেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, গাড়ি-মোটর সাইকেল, দোকানপাট ভাংচুর হয়। সেই ঘটনায় বেশি আক্রান্ত হয় পুলিশ স্টেশনগুলো।

৫-৮ আগষ্ট: সরকার বিহীন বাংলাদেশ। এই সময় যে যার মতো কাজ করে গেছে। মৌলভীবাজারও ব্যতিক্রম ছিল না।
০৯ আগস্ট: দোকান দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান নিহত হন। উপজেলার পাঁচগাও ইউনিয়নের মধুর দোকান এলাকায় ২-৩টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হন পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ছানা।
১৫ আগস্ট: মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের ১৫৫ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী হিসাবে রাখা হয় আরও ২০০ জনকে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মৌলভীবাজারের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদি হয়ে প্রথম মামলা দায়ের করেন।
২১ আগস্ট: মৌলভীবাজারের ৪ নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে। তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মৌলভীবাজারের চার আন্তর্জাতিক নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাজনগর ও কুলাউড়া উপজেলার চার স্থানে মনু নদীর তীররক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে। এছাড়াও মৌলভীবাজার প্রেসক্লাবের তৎকালিন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মেহেদী হাসান এঁর উপর প্রেসক্লাব প্রাঙ্গনে হামলা হয়।
২২ আগস্ট: যে এলাকায় কখনোই পানি আসেনি, সে এলাকাও প্লাবিত হয়। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানি ঢলে আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যায়।
০১ সেপ্টেম্বর: মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস(১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়। সে জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
১২ সেপ্টেম্বর: মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি করা হয়।
২৬ সেপ্টেম্বর; মৌলভীবাজার শহরতলীর হিলালপুর গ্রামে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পারভেজ আহমদ নামে একজন নিহত হন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।

আগষ্ট আন্দোলনে মৌলবীবাজার। ছবি সংগৃহীত

০১ অক্টোবর: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সাবেক নারী শিক্ষককে ধর্ষণ ও অপহরণের অভিযোগে একই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(১ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
০৯ অক্টোবর: বুধবার মধ্যরাতে রাজনগর উপজেলার তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে পুলিশ অভিযান চালায়। আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই।
৩০ অক্টোবর: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা সালাম আহমদ স্ত্রীসহ নিখোঁজ হবার ৬দিন পর চট্টগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার করা হয়।
০২ নভেম্বর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর জানালা বিহীন আয়না ঘরের সন্ধান পাওয়া যায়। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল(নিজগাঁও) এলাকায়। জানালা বিহীন প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এমন সাতটি ঘরের সন্ধান মিলে।
০৩ নভেম্বর: মৌলভীবাজার জেলা বিএনপির ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে আহ্বায়ক করা হয়নি। তবে সদস্য করা হয়! অভিযোগ উঠে, অনেক ত্যাগী নেতা সেই কমিটিতে স্থান পাননি।
১০ নভেম্বর: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলী সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে এক রোহিঙ্গা নারী ও শিশু আহত হন। রোববার(১০ নভেম্বর) ভোররাতে ভারত থেকে মৌলভীবাজারের বটুলী সীমান্ত দিয়ে ৭ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
১৯ নভেম্বর: মামলা বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারে ছাত্র আন্দোলনের দুই কর্মীকে অব্যাহতি দেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা।
০২৪ নভেম্বর: ঢাকায় গ্রেফতার হন সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তাকে মৌলভীবাজার কারাগারে নিয়ে আসা হয়। নেয়া হয় আদালতে। আদালত পাড়ায় তাকে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে। যা ছিল কল্পনাতীত।

মনিপুরী রাশ লীলা। ছবি সংগৃহীত

০৮ ডিসেম্বর: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নর সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন লেগে, তার মা ও চাচির মৃত্যু হয়।
২১ ডিসেম্বর: দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন।
২২ ডিসেম্বর: ভারত সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশির মরদেহ, রয়েছে গুলির চিহ্ন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সমনভাগ চা বাগানের ভারতীয় সামীন্তবর্তী পাথারিয়া বনের গহীনে নিখোঁজ হওয়া এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম গোপাল ভাগতি(৩৫)।
২৩ ডিসেম্বর : মৌলভীবাজারের লাঠিটিলা বনের জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার(প্রথম পর্যায়)’ প্রকল্পটি বাতিল করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার(প্রথম পর্যায়)’ প্রকল্পটি ২০২৩ সালের ৯ নভেম্বর একনেক সভায় শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়।
২৭ ডিসেম্বর: মৌলভীবাজারে গ্রেফতার এড়াতে পালালেন মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন। কারা ফটকের গোয়েন্দা পুলিশ অবস্থান করছে, এমন খবরে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে কারারক্ষী ব্যারাকের দিকে গিয়ে চলে যান। সেখান থেকে কারাগারের দেয়াল টপকিয়ে পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT