1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪ জুলাই বৃটেনে জাতীয় নির্বাচন - মুক্তকথা
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

৪ জুলাই বৃটেনে জাতীয় নির্বাচন

নুরুর রহিম নোমান॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৭৯ পড়া হয়েছে

 

যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচন

এবং ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটিতে
ধর্মকে ব্যবহার করার বিপদজ্জনক প্রবণতা!

নুরুর রহিম নোমান

 

আগামী ৪ঠা জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্ধাতিত সময়ের আগেই। নানা ইস্যুতে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ হলেও, কনজারভেটিভ পার্টির বদলে লেবার গর্ভনমেন্ট রাষ্ট পরিচালনায় আসীন হবেন, কিয়ের স্টারমার হবেন প্রধানমন্ত্রী। চৌদ্দ বছর পর লেবার পার্টি সরকার গঠন করবে, শুধু এই পরিবর্তনই হবে মূলত।

স্বাস্থ্যসেবায় সংকট, জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি জনিত সংকট অর্থনৈতিক চাপ সহ নানাবিধ সমস্যা জর্জিরত যুক্তরাজ্যে তেমন কোন মৌলিক পরিবর্তন আসবে না। জনজীবনের
নানা সংকট-সমস্যা সমাধানে, মানুষ পরিবর্তন চাইলেও, সেই সম্ভাবনা ক্ষীণ।

সংসদীয় পদ নিয়ে প্রধানমন্ত্রীর সংকট এখনও কাটেনি

আমার ধারণা, বর্তমান লেবার পার্টির, গর্ভনমেন্ট-কনজারভেটিভ গভমেন্টের চেয়েও খারাপ হবে! কনজারভেটিভ দলের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক এমপি পদে তাঁর নির্বাচনী এলাকায় পরাজিত হতে পারেন এমনটাই শঙ্কা! যদি তাই হয়, ঋষি সুনাকই হবেন প্রথম-সিটিং প্রধানমন্ত্রী, এমপি পদে নির্বাচত হতে না পারা! তবে অপেক্ষা করতে হবে ৫ই জুলাই পর্যন্ত।

জনমত জরিপে আভাস, বর্তমান মন্ত্রীদের অনেকেই এমপি পদে ৪ জুলাই এর নির্বাচনে পরাজিত হবেন, এবং কনজারভেটিভ পার্টির ভূমিধ্বস পরাজয় ঘটবে। বর্তমান
আসন সংখ্যা ৩৪৪ থেকে ৫৩ তে নেমে আসতে পারে! লেবার পার্টি ৫১৬ টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, সূত্র ডেইলি টেলিগ্রাফ!

স্যার কিয়ের স্টারমার লেবার পার্টিকে আদি বৈশিষ্ট থেকে বদলে ফেলেছেন, centre left থেকে centre right এর ধারায় নিয়ে গিয়েছেন! অধিকন্তু পার্টির দলনেতা হওয়ার
সময় যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর অনেকটা থেকেই সরে এসেছেন, বিশেষতঃ চাইল্ড বেনিফিট, উচ্চ শিক্ষা-ফি মওকুপ, অর্থনৈতিক সংকটের অজুহাতে!
দলের বামধারার এমপিদেরকেও কোনঠাসা করে রেখেছেন!

এবারই একজন বাংলাদেশী বংশদ্ভূত এমপি মন্ত্রী হবেন

এবারে, লেবার সরকারে প্রথমরাবের মতো কমপক্ষে একজন বাংলাদেশী বংশদ্ভূত এমপি মন্ত্রী হবেন, এমনটাই সম্ভবনা, ধারণা। বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী এমপি, লেবার গর্ভমেন্টের মন্ত্রী হওয়ার সমূহ সম্ভবনা, বর্তমানে তিনি স্যাডো মন্ত্রী। সম্ভবনা আছে বর্তমান পার্লামেন্ট সদস্য-স্যাডো মন্ত্রীর দায়ীত্বপালনকারী রুশনারা আলীরও।

বিভিন্ন শহরে ব্রিটিশ-বাংলাদেশীরাও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাঁদের একজনও এমপি হওয়ার মতো অবস্থা নেই। বরঞ্চ কোন কোন এলাকায় প্রার্থীর বিরুদ্ধে হেইট স্পীচ ছড়াচ্ছেন, বিদ্বেষমূলক প্রচারণা চলছে, এই প্রচারণা চালানো হচ্ছে ধর্মকে ব্যবহার করে!

তাদের বক্তব্য প্রচার, প্রচারণা, ব্রিটেনে আইনের পরিপন্থীও। ইতোমধ্যে একজন বাংলাদেশী বংশদ্ভূত স্বতন্ত্র প্রার্থীর নির্বচানী এজেন্ট নর্থআম্ব্রিয়া পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিদ্বেষ মূলক প্রচারকারীদের বিরুদ্ধে। স্থানীয় পত্রিকার নিউজলিঙ্ক কমেন্টে।

 

বৃটেনের মূলধারা থেকে বিচ্ছিন্ন হলে…!

বাংলাদেশী কমিউনিটির বহু সংখ্যকদের ঘৃণামাখা কথা(হেইট স্পীচ) ছড়ানোর আত্মঘাতী প্রবণতা বিপদের কারণ হবে, আইনের সম্মুখীনও হতে হবে। ব্রিটেনের মূলধারার থেকে বিচ্ছিন্ন হলে বিপদ আছে, সামনের দিনগুলোতে।

ইউরোপ জুড় অভিবাসন বিরোধী দক্ষিনপন্থী দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছেন, ইউরোপিয় পার্লানেন্টের সাম্প্রতিক নির্বাচনে তাদের আসন বৃদ্ধি পেয়েছে। ফ্রান্সেও
এদের ভয়ে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, লি পেন এক দল জয়ের হওয়ার সম্ভবনা সেখানে।

 

রক্ষণশীলদের প্রভাব বাড়ছে

ব্রিটেনও দক্ষিণপন্থীদের প্রভাব বাড়ছে, কনজারভেটিভ পার্টি আরো কনজারভেটিভ হবে, হচ্ছেও, কাজেই সাবধান না হলে বিপদ। এথনিক মাইনোরিটি কমিটির স্বার্থেই মূলধারার রাজনীতির সাথে থাকতে হবে, মূলধারার রাজনীতিতে অংশগ্রহন বাড়াতে হবে।

রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগকরে এবং বাঁধাহীন ভাবে ধর্ম পালনের সুযোগ-সুবিধা সহযোগিতা পেয়েও, ধর্মীয় পরিচয়কে বড় করে, বিদ্বেষ মুলক প্রচারণা কেলবই বিভক্তি
বাড়াবে, যা আইনেরও পরিপন্থী; বিরত না হলে বিপদ অপেক্ষমাণ, অভিবাসন বিরোধীদেরও টার্গেটে পরিনত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT